সেঞ্চুরি করে রেকর্ড বুকে ফাওয়াদ আলম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২৪ আগস্ট ২০২১
সেঞ্চুরি করে রেকর্ড বুকে ফাওয়াদ আলম

সেই ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক। অভিষেকেই ১৬৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। কিন্তু এরপরই রহস্যজনকভাবে টেস্ট দল থেকে বাদ পড়েন। দীর্ঘ ১১ বছর পর মাঠে নেমে পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি। এরপর থেকেই অনবদ্য হয়ে উঠেছেন তিনি। প্রতি সিরিজেই করছেন সেঞ্চুরি। এতে রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন ফাওয়াদ আলম।

কিংস্টনের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ছিল পাকিস্তান। যখন উইকেটে আসেন তখন দুই রান তুলতেই পাকিস্তানের তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেছেন। বাবর আজমকে সাথে নিয়ে গড়ে তোলেন তুমুল প্রতিরোধ। সেঞ্চুরির কাছাকাছি সময়ে মাংসপেশির টানে ‘আহত অবসর’ হয়ে মাঠ ছাড়েন তিনি।

তবে আবারও মাঠে ফিরে আসেন তিনি। দলের ৬ষ্ঠ উইকেট পতনের পর আবারও ব্যাট হাতে নামেন ফাওয়াদ আলম। নেমেই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি। এতেই রেকর্ডবুকে জায়গা করে নেন তিনি।

সবচেয়ে কম ইনিংস খেলে ৫ সেঞ্চুরির এশিয়ান রেকর্ড করে নিয়েছেন ফাওয়াদ আলম। পাঁচ সেঞ্চুরির খেলতে তাকে খেলতে হয়েছে ২২ ইনিংস। এতদিন এ রেকর্ড ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার দখলে ছিল। তিনি ২৪ ইনিংস সময় নিয়ে করেছিলেন পাঁচ সেঞ্চুরি।

গত বছর নিউজিল্যান্ড সফর দিয়ে ১১ বছর পর টেস্ট দলে ফিরেছিলেন ফাওয়াদ আলম। সে সফরে ১০২ রানের ইনিংস খেলে জানান দেন হারিয়ে যাননি তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে আরও দুইটি সেঞ্চুরি করেন। চলতি কিংস্টন টেস্টে করেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

সবচেয়ে কম ম্যাচ খেলে পাঁচ সেঞ্চুরি করার পথে ফাওয়াদ আলম পিছনে ফেলেছেন সুনীল গাভাস্কার এবং সৌরভ গাঙ্গুলির রেকর্ড। দুইজন ২৫ ইনিংস খেলে ৫টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিগব্যাশের দল সিডনি সিক্সার্সে কার্লোস ব্রাথওয়েট

বিগব্যাশের দল সিডনি সিক্সার্সে কার্লোস ব্রাথওয়েট

পিসিবির সম্ভাব্য সভাপতি রমিজ রাজা

পিসিবির সম্ভাব্য সভাপতি রমিজ রাজা

আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো তালেবানরা

আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো তালেবানরা

সুযোগ পেয়েও আইপিএলের ছাড়পত্র নেননি হাসারাঙ্গা-চামিরা

সুযোগ পেয়েও আইপিএলের ছাড়পত্র নেননি হাসারাঙ্গা-চামিরা