অ্যাশেজে বাটলারকে নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ এএম, ২৩ আগস্ট ২০২১
অ্যাশেজে বাটলারকে নিয়ে শঙ্কা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিতকৃত অংশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলার। দীর্ঘদিন থেকে বায়ো-বাবলে আছেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। জানালেন, অস্ট্রেলিয়া সফরে পরিবার নিতে না দিলে অ্যাশেজ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য অ্যাশেজে নিজের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জশ বাটলার। অস্ট্রেলিয়া সিরিজে সফরসঙ্গী হিসেবে পরিবার নেওয়ার অনুমতি দেওয়া না হলে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এমনকি ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচে নাও থাকতে পারেন তিনি।

জাতীয় দলের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত মুখ জশ বাটলার। করোনাভাইরাস মহামারির সময়ে বায়ো-বাবলে থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। এ সময়ে পরিবার থেকেও দূরে ছিলেন বাটলার।

অস্ট্রেলিয়ার সরকারের কঠোর নীতির কারণে ইংলিশ ক্রিকেটাররা অ্যাশেজে পরিবারকে সাথে নিতে পারবেন না। কয়েকদিন আগেই গুঞ্জন ছিল, পরিবার ছাড়া অ্যাশেজে যেতে চান না ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। অস্ট্রেলিয়া সরকারের কঠোর নিয়মের কারণেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন বাটলার।

এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘কোভিড সবার জন্যই চ্যালেঞ্জিং বিষয়। অস্ট্রেলিয়া খুবই কঠোরভাবে মোকাবেলা করার চেষ্টা করছে। এ (অস্ট্রেলিয়া সফর) সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগে পর্যন্ত বুঝতে পারবেন না, কি সিদ্ধান্ত নেবেন।’

বাটলার জানান, ক্রিকেটারদের জন্য মানসিক স্বাস্থ্যের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। ইচ্ছা না থাকা স্বত্বেও কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং বিষয়। বলেন, ‘যখন আপনার ইচ্ছা থাকবে না, তখন কাজ করাটা বড় চ্যালেঞ্জ। আমি ক্রিকেটের জন্য অনেক কিছু ত্যাগ করেছি।’

ইংলিশ ব্যাটসম্যান জানান, তার জন্য পরিবার অনেক ছাড় দিয়েছে। এ কারণে তিনিও কিছুটা ছাড় দিতে চান বলে জানান। বলেন, ‘আমার স্ত্রী ও পরিবার আমার জন্য অনেক ছাড় দিয়েছে। আপনাকে ‘না’ বলার জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো ক্রিকেটার যদি মনে করে তারা এটা করতে পারবে না, তাহলে সেটা হতাশাজনক। কিন্তু আমরা এই মুহুর্তে এমন পরিস্থিতিতে আছি, যেখানে এটি সম্ভব।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভালোভাবেই সেরে উঠছেন তামিম, আত্মবিশ্বাসী বিসিবি

ভালোভাবেই সেরে উঠছেন তামিম, আত্মবিশ্বাসী বিসিবি

তালেবান শাসনে ক্রিকেটের ক্ষতি হবে না: আশাবাদী রশিদ খান

তালেবান শাসনে ক্রিকেটের ক্ষতি হবে না: আশাবাদী রশিদ খান

সিপিএল নয়, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন সাকিব

সিপিএল নয়, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন সাকিব

পাঞ্জাব কিংসে নাম লেখালেন নাথান এলিস

পাঞ্জাব কিংসে নাম লেখালেন নাথান এলিস