অনেক আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ ড্যারেন লেহম্যান। কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটে টালমাটাল অবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার শুরু হওয়া জোহানেসবার্গ টেস্ট শেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
নিউল্যান্ডস টেস্টে বল টেম্পারিংয়ে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটের পরিকল্পনার বিষয়টি তিনি জানতেন না- সিএ’র তদন্ত কমিটি এমন দাবি করা সত্ত্বে লেহম্যানের এ পদত্যাগ অস্ট্রেলিয়া ক্রিকেটে আবারও ধাক্কা এলো।
সিডনিতে এক সংবাদ সম্মেলনে স্মিথ সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ার কয়েক ঘণ্টা পরই অবসরের ঘোষণা দেন কোচ ড্যারেন লেহম্যান। এর আগে পদত্যাগের গুঞ্জন উঠলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্রদান সংবাদ সম্মেলনে জানান অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রধান কোচ হিসেবে ড্যারেন লেহম্যানই রয়েছেন।