ইংল্যান্ড ক্রিকেট দলের দুঃসময় যেন কাটছেই না। ইনজুরির কারণে দল থেকে পড়ছেন একের পর এক ক্রিকেটার। সিরিজ শুরুর আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন জোফরা আর্চার, ক্রিস ওকস এবং বেন স্টোকস। প্রথম টেস্টের পর দল থেকে ছিটকে গেছেন পেসার স্টুয়ার্ট ব্রড। এবার দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন মার্ক উড।
প্রথম টেস্টে স্টুয়ার্ট ব্রডের কারণে একাদশে সুযোগ পাননি মার্ক উড। দ্বিতীয় টেস্টের আগে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যান ব্রড। লর্ডস টেস্টে ব্রডের বদলি হিসেবে খেলতে নেমে দুর্দান্ত পারফর্ম করেন মার্ক উড। তবে লর্ডস টেস্টের চতুর্থ দিনেই ইনজুরিতে পড়েন তিনি।
চতুর্থ দিন ইনজুরিতে পড়লেও পঞ্চম দিনের শুরুতেও বোলিং করেন উড। এতেই ছিটকে যাওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে। কাঁধের চোটের কারণে তার দল থেকে ছিটকে যাওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ব্রডের বদলি হিসেবে খেলতে নেমে বেশ ভালোই শুরু করেছিলেন উড। প্রথম ইনিংসে ২ উইকেট শিকার করলেও দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৩ উইকেট। কিন্তু লর্ডস টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যাথা পান তিনি। এরপরও পঞ্চম দিনের শুরুতে বোলিং করেন তিনি। এতে করেই বেড়ে গিয়েছে চোট।
ইংল্যান্ড দলের কোচ ক্রিস সিলভারউড জানান, উড এবং চিকিৎসকদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিব তার (মার্ক উড) ও মেডিকেল টিমের সাথে কথা বলে। সে যদি ঠিক না থাকে তাহলে তাহলে তো বাদ। যদি সে খেলতে না চায়, তাহলে তাকে মাঠে নামানো হবে না।’
দলে এ অবস্থার মধ্যেও অলরাউন্ডার বেন স্টোকসকে খেলার জন্য ডাকা হবে না বলে জানিয়েছেন ইংলিশ দলের কোচ। তিনি বলেন, ‘সে যখন প্রস্তুত হবে তখনই তাকে দলে ফেরানো হবে। তার মানসিক স্বাস্থ্যের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।’
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের তৃতীয় টেস্ট ২৫ আগস্ট থেকে হেডিংলিতে মাঠে গড়াবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]