বৃষ্টির কারণে জয় হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের, দাবি রুটের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ১০ আগস্ট ২০২১
বৃষ্টির কারণে জয় হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের, দাবি রুটের

বৃষ্টির কারণে ইংল্যান্ড-ভারতের মধ্যকার প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা মাঠে না গড়ানোয় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, ইংল্যান্ড কিছুটা পিছিয়ে থাকলে ইংল্যান্ড অধিনায়ক জো রুট মনে করেন, পুরো দিন খেলা হলে তার দলই জয় লাভ করতো। নিজের দলের বোলারদের উপর পূর্ণ আস্থা ছিল বলেও জানান তিনি

শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫৭ রান, আর ইংলিশদের দরকার ছিল ৯ উইকেট। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ভারতের জয়ের সম্ভাবনা বেশি দেখা গেলেও জো রুট মনে করেন, বৃষ্টির কারণে জয় হাতছাড়া হয়েছে তাদের।

তিনি বলেন, 'আমাদের কাছে সুযোগ ছিল ম্যাচটা জিতে নেওয়ার। দারুণ জায়গায় ছিল খেলাটা। শেষ দিনের খেলা জমে যেতে পারত। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা জিততে পারব।'

ভারতের বিপক্ষে ড্র হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন জো রুট। দলের উন্নতির জায়গা তুলে ধরে তিনি বলেন, '‘প্রথম দিকের ব্যাটসম্যানদের আরও ভাল ব্যাট করতে হবে। ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়া যাবে না।'

ব্যাট হাতে সময়টা খারাপ যাচ্ছিল জো রুটের। শেষ পাঁচ ম্যাচে একটিও অর্ধ শতকের দেখা পাননি তিনি। ভারতের বিপক্ষে ব্যাটে রান পেয়ে তাই কিছুটা খুশি তিনি।

নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, 'আমি চাইছিলাম কিছু শট খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে। আর সেটা করতে পেরেছি বলে ভাল লাগছে। সারাদিন ব্যাটিং করে শতক করতে পারায় কিছুটা তৃপ্তিবোধ করছি।'

রবিবার (৮ আগস্ট) সারাদিন মেঘ বৃষ্টির লুকোচুরি এবং ভেজা আউটফিল্ডের কারণে ড্রেসিংরুমেই বসে থাকতে হয়েছে দুই দলের ক্রিকেটারদের। স্থানীয় সময় বিকেলে ঘোষণা আসে, আর খেলা হচ্ছে না। আর তাতে ড্র হয় প্রথম টেস্ট।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টির হানায় ড্র ইংল্যান্ড-ভারত  টেস্ট

বৃষ্টির হানায় ড্র ইংল্যান্ড-ভারত টেস্ট

জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ

জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

সিরিজ শেষের আগে দল ছাড়ছেন না সাকিব

সিরিজ শেষের আগে দল ছাড়ছেন না সাকিব