ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্টের শেষদিনে বৃষ্টির হানায় রক্ষা পেলো স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের লক্ষ্যে নেমে ১ উইকেটে ৫২ রানে চতুর্থ দিন শেষ করে ভারত। পঞ্চম দিন সতর্ক থেকে খেললেই জিতে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করতে পারত। কিন্তু বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা মাঠে না গড়ালে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
রবিবার (৮ আগস্ট) সারাদিন মেঘ বৃষ্টির লুকোচুরি এবং ভেজা আউটফিল্ডের কারণে ড্রেসিংরুমেই বসে থাকতে হয়েছে দুই দলের ক্রিকেটারদের। স্থানীয় সময় বিকেলে ঘোষণা আসে, আর খেলা হচ্ছে না। আর তাতে ড্র হয় প্রথম টেস্ট।
UPDATE: Play has been abandoned.
— BCCI (@BCCI) August 8, 2021
The first #ENGvIND Test at Trent Bridge ends in a draw.
We will see you at Lord's for the second Test, starting on August 12. #TeamIndia
Scorecard https://t.co/TrX6JMzP9A pic.twitter.com/k9G7t1WiaB
প্রথম টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার (৫ আগস্ট) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে, নিজেদের সেই সিদ্ধান্তের সঠিক জবাব মাঠে দিতে ব্যর্থ হয় তারা। ভারতের বোলারদের বোলিং তোপে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৩ রানের বিপরীতে ভারত ২৭৮ রানেই অলআউট হয়ে যায় ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩০৩ রান করলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০৯ রান। কিন্তু বৃষ্টির হানায় শেষ পর্যন্ত প্রথম টেস্টে জয়ী হয় কোন দল তা জানা যায় নি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]