নটিংহ্যাম টেস্ট : ব্যাট হাতে বড় স্কোর গড়তে ব্যর্থ ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৭ আগস্ট ২০২১
নটিংহ্যাম টেস্ট : ব্যাট হাতে বড় স্কোর গড়তে ব্যর্থ ভারত

আলোচিত নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের অল্প রানের পুঁজির বিপরীতে ব্যাট হাতে বড় রান করার সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু ইংলিশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহ দাড় করাতে পারেনি ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৩ রানের বিপরীতে ভারত ২৭৮ রানেই অলআউট হয়ে যায়। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ২৫ রান।

তৃতীয় দিনে ৪ উইকেটে ১২৫ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। কে এল রাহুল ব্যতীত দলের মূল ব্যাটাররা প্রথম ইনিংসে ব্যাট হাতে ছিলো ব্যর্থ। তৃতীয় দিনে কে এল রাহুলের ২১৪ বলে ৮৪ রানের ইনিংস ও রবীন্দ্র জাদেজার ৫৬ রানের উপর ভর করে ২৭৮ রানেই অল আউট হয়ে যায় ভারত।

বিরাট কোহলির মতো এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আজিঙ্কা রাহানে, রিসাব প্যান্টরা। শেষ দিকে জাদেজার অর্ধ শতক ভারতকে ম্যাচে লিড নিতে সহায়তা করে।

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে বল হাতে সফল ছিলেন দুই পেসার অলি রবিনসন ও জিমি অ্যান্ডারসন। অলি রবিনসন ৮৫ রানে ৫ উইকেট শিকার করেন এবং অভিজ্ঞ পেসার অ্যান্ডারসনের শিকার ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ২৫ রান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্যোশাল মিডিয়ায় প্রসংশার বন্যা

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্যোশাল মিডিয়ায় প্রসংশার বন্যা

গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে : মাহমুদউল্লাহ

গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে : মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ‍সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ‍সিরিজ জয়

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস