বহুল আলোচিত ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের প্রথম দিনটা সুখকর হলো না স্বাগতিকদের জন্য। ভারতের দুই পেসারের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে ইংলিশ ব্যাটাররা। বৃহস্পতিবার (৫ আগস্ট) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে, নিজেদের সেই সিদ্ধান্তের সঠিক জবাব মাঠে দিতে ব্যর্থ হয় তারা। ভারতের বোলারদের বোলিং তোপে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান।
নটিংহ্যাম টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। স্কোর বোর্ডে রান যোগ করার আগেই প্রথম উইকেট হারায় তারা। শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরেন ররি বার্ন্স। ভারতীয় পেসারদের বোলিং তোপে নিয়মিত ই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।
Stellar bowling performance from #TeamIndia bowlers as England is bowled out for 183.
— BCCI (@BCCI) August 4, 2021
Scorecard - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/HuWiTj0biJ
ব্যাটারদের আসা যাওয়ার মাঝে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে একমাত্র অর্ধ-শতক হাঁকান অভিজ্ঞ জো রুট। ঠাকুরের বলে আউট হওয়ার আগে তিনি ৬৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বাধিক ২৯ রান আসে জনি বেয়ারেস্টোর ব্যাট থেকে। এছাড়া ২৭ রান করেন জ্যাক ক্রুলি ও সাম ক্যারান।
দলের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ৬৫.৪ ওভারে মাত্র ১৮৩ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের পক্ষে এদিন উজ্জ্বল ছিলেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামী।
ভারতের বুমরাহ একাই ৪ উইকেট লাভ করেন এছাড়া ৩ উইকেট শিকার করেন আরেক পেসার মোহাম্মদ শামী। শারদুল ঠাকুন পান ২ উইকেট এবং মোহাম্মদ সিরাজের শিকার ১ উইকেট।
ভারত তাদের প্রথম ইনিংসে সাবধানী শুরু করে। প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]