ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরি হানা দিলো ইংল্যান্ড শিবিরে। চোটের জন্য ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামা হচ্ছে না ইংল্যান্ডের মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার ওলি পোপের। তাকে ছাড়াই সিরিজ শুরু করতে হবে ইংলিশদের।
ফিটনেস নিয়ে সংশয় ছিলই। ঘরোয়া টি-২০ ব্লাস্টের সময় উরুতে চোট পেয়েছিলেন ব্রিটিশ তারকা। তা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টের স্কোয়াডে ছিলেন তিনি। যদিও নটিংহ্যামে প্রথম টেস্টের আগে ম্যাচ ফিট হয়ে উঠবেন কিনা, তা ছিল অনিশ্চিত। শেষমেশ আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়। কোহলিদের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজ টেস্টে মাঠে নামতে পারবেন না ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।
প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে আগে থেকেই সংশয় ছিল পোপের। কারণ ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার সময় উরুতে চোট পেয়েছিলেন ব্রিটিশ তারকা। কিন্তু তারপরও তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল ইংল্যান্ড। নটিংহ্যামে প্রথম টেস্টের আগে ফিট থাকবেন কিনা তা নিয়েও ছিল সন্দেহ।
অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো, ইনজুরিতে প্রথম টেস্টে মাঠে নামা হচ্ছে না ২৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের। এর আগে, ইংল্যান্ডের মতো ভারত দলেও ইনজুরি আঘাত হানে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মায়াঙ্ক আগারওয়ালের মাথায় বলের আঘাত পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট না খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বুধবার (৪ আগস্ট) মাঠে নামছে ইংল্যান্ড ও ভারত। ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ জয় পাওয়া ভারত কি পারবে ইংলিশদের হারাতে?
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]