ধুলোতে খেলিয়েছিল ভারত, ঘাসের পিচে সমস্যা দেখেন না অ্যান্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৪ আগস্ট ২০২১
ধুলোতে খেলিয়েছিল ভারত, ঘাসের পিচে সমস্যা দেখেন না অ্যান্ডারসন

ক্রিকেটে ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগানো নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতেই নিজেদের সুবিধা মতো উইকেট বানিয়ে ইংলিশদের চেপে ধরেছিল ভারত। এবার সেই প্রতিশোধ নিতে প্রস্তুত ইংল্যান্ড। ঘরের মাঠে ভারতের বিপক্ষে উইকেটে ঘাস রেখে কোহালিদের বিপাকে ফেলতে চাচ্ছে তারা। দলটির অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডারসন খোচা মেরে বলেছেন, উইকেটে ঘাস নিয়ে ভারতের কোন অভিযোগ থাকা উচিত নয়।

চলতি বছরের শুরুতে ভারত সফরে গিয়েছিল ইংল্যান্ড দল। সেখানে ভারতের ধূলো ও স্পিন সহায়ক পিচে সুবিধা করতে পারেনি ইংলিশরা। ফলে তারা ভারতের কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হারে। তখনই ধারণা করা যাচ্ছিল, ভারতের ইংল্যান্ড সফরে স্বাগতিকরা নিজেদের সুবিধামতো উইকেট বানাবে।

সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ড তাদের অফিশিয়াল টুইটারে উইকেটের ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় ঘাসে আচ্ছাদিত উইকেট। যদিও অনেকের ধারণা, ম্যাচের আগে ঘাস আরও ছাঁটাই করে নেয়া হবে। ইংলিশ পেসার অ্যান্ডারসন আশা করেন, উইকেটে ঘাস থাকলেও ভারত কোন অভিযোগ জানাবে না।

তিনি বলেন, 'টেস্টের তিনদিন আগের (প্রকাশিত ছবিটি তিনদিন আগের ছিল) পিচ নিয়ে এখনই কিছু বলা যায় না। মনে হয় আরও রোল করা হবে, ঘাস ছাঁটাই করা হবে। তবে, উইকেটে ঘাস যদি থাকেও তাহলেও তো ভারতের অভিযোগ করার কোন কারণ নেই।'

অ্যান্ডারসন জানান, ঘরের মাঠের সুবিধা সব দলই গ্রহণ করে। বছরের শুরুতে ভারত যে গ্রহণ করেছিল সেটি বলতেও ভুল করেননি তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'শেষ ভারত সফরে আমরা এমন পিচে খেলেছিলাম যা ওদের বেশ সহায়তা করেছে। ঘরের মাঠের সুবিধাটাই ভারত সেবার নিয়েছিল। এটা অনেক দলই নেয়। এবার যদি আমরাও একটু উইকেটে ঘাস রাখি, আশা করি ভারত আপত্তি করবে না।'

এদিকে, প্রথম ম্যাচে বুধবার (৪ আগস্ট) মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে ভারত। ডানহাতি ওপেনার মায়াঙ্ক আগারওয়াল মাঠে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

তিন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নেপালি অধিনায়কের অবসর ঘোষণা

তিন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নেপালি অধিনায়কের অবসর ঘোষণা

কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ ক্রিকেটার

কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ ক্রিকেটার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : গ্যালারিতে পড়লেই বল ‌‘বাতিল’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : গ্যালারিতে পড়লেই বল ‌‘বাতিল’