টেস্ট ‌‌‘অবসর’ নিয়ে আরও পরে কথা বলবেন মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০৩ আগস্ট ২০২১
টেস্ট ‌‌‘অবসর’ নিয়ে আরও পরে কথা বলবেন মাহমুদউল্লাহ

ফাইল ফটো

দীর্ঘ দিন পর জিম্বাবুয়ে সফর দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেই নানা প্রশ্নের জন্ম দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাট থেকে তিনি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মাঠে সতীর্থরা তিয়েছেন ‘গার্ড অব অনার’। বিষয়টি নিয়ে কোন কথা বলেননি মাহমুদউল্লাহ। এবার অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে প্রশ্ন করা হলেও সিরিজ শেষ হওয়ার আগে কথা বলতে নারাজ তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগে সোমবার (২ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেস্ট ‘অবসর’ বিষয়ে প্রশ্ন করা হলে মাহমুদউল্লাহ রিয়াদ এ বিষয়ে কথা বলতে আরও সময় চান। জানান, বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার আগে কথা বলতে চাচ্ছেন না।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি এই সিরিজে ওটা (অবসর) নিয়ে কথা বলতে চাচ্ছি না। তবে খুব শিগগিরই বিষয়টি নিয়ে কথা বলবো।’

টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ, গত মাসে (জুলাই) জিম্বাবাবুয়ে সফরে হঠাৎই এমন গুঞ্জন উঠে। নিশ্চিত কোন তথ্য না থাকলেও টেস্টের শেষ দিনে মাঠে নামার সময় ঘটে অন্য ঘটনা। মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’ দেন অধিনায়ক মমিনুল হকসহ সতীর্থরা।

প্রায় ১৭ মাস পর জিম্বাবুয়ে সফর দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রাথমিক স্কোয়াডে না থাকলেও হঠাৎই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। দলে ফিরে অবশ্য হতাশ করেননি টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। মূলত রিয়াদের এমন ইনিংসেই ভর করে বড় লিট নিয়ে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেন বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-লিটনের উন্নিত

টেস্ট র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-লিটনের উন্নিত

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল

মাহমুদউল্লাহ ‘বিদায়’ নিলেও টেস্টে ফিরতে চান আশরাফুল