ভারত দলে চোট সমস্যা, ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৪ জুলাই ২০২১
ভারত দলে চোট সমস্যা, ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

ইংল্যান্ডের মাটিতে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারতীয় দল। এবার চোট সমস্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। ধারণা করা হচ্ছে পুরো সিরিজে কোনো ম্যাচেই মাঠে নামতে পারবেন না তিনি।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ডারহামে অনুশীলন ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন ওয়াশিংটন। এ ইনজুরির কারণে অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি। চোটের কারণে তাকে দেশে ফিরে আসতে হবে।

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে কাউন্টি সিলেক্ট একাদশের হয়ে মাঠে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। সে ম্যাচেই চোট পড়েন তিনি। তার অনুপস্থিতিতে দলে সুযোগ পেতে পারেন আরেক স্পিনার অক্ষর প্যাটেল। ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

স্কোয়াডে থাকা রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দন অশ্বিনের কারণে অক্ষর প্যাটেল একাদশে জায়গা নাও পেতে পারেন বলে মনে করছেন অনেকে। ধারণা করা হচ্ছে ইংল্যান্ড সফরে অভিজ্ঞদের উপরই ভরসা রাখবে ভারতীয় দল।

এর আগে ইনজুরির কবলে পড়েছেন ওপেনার শুভমান গিল এবং পেসার আভেশ খান। দুইজনই ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন। ইতিমধ্যে ওপেনার শুভমান গিল দেশেও ফিরে এসেছেন।

আগামী ৪ আগস্ট থেকে মাঠে গড়াবে ইংল্যান্ড-ভারতের মধ্যেকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের খবর, গিলের ইনজুরির কারণে একাদশে সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল। যদিও একাদশে আছেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। করোনা মুক্ত হয়ে দলের সাথে যোগ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ। কোয়ারেন্টাইন শেষ করে দলে সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন ঋদ্ধিমান সাহা এবং অভিমন্যু ঈশ্বরণ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা জয় করে দলে ফিরলেন ঋষভ পান্থ

করোনা জয় করে দলে ফিরলেন ঋষভ পান্থ

খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

২৯ জুলাই ঢাকা আসবে অস্ট্রেলিয়া, কোয়ারেন্টাইন ৩ তিন

২৯ জুলাই ঢাকা আসবে অস্ট্রেলিয়া, কোয়ারেন্টাইন ৩ তিন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের