ভারতীয় দলে যোগ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ। করোনা আক্রান্ত হয়ে ১০ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। অবশেষে করোনা নেগেটিভ হয়ে ডারহামে বায়ো-বাবলে দলের সাথে যোগ দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ছুটিতে থাকাকালীন টিম হোটেলে ছিলেন না পান্থ। তখনই ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে গিয়ে করোনা আক্রান্ত হয় তিনি। তবে ১৫ জুলাই তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল ৮ জুলাই।
এবার সুস্থ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন ঋষভ পান্থ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার ছবি শেয়ার দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। পান্থের ফেরায় ভারতীয় দলের চিন্তার ভাজ কিছুটা হলেও কমেছে।
Hello @RishabhPant17, great to have you back#TeamIndia pic.twitter.com/aHYcRfhsLy
— BCCI (@BCCI) July 21, 2021
ঋষভ পান্থের সংস্পর্শে আসা কোচ ভরত অরুণ এবং দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণ এখনও কোয়ারেন্টাইনে আছেন। তাদের কোয়ারেন্টাইনের নির্ধারিত সময় শেষ না হওয়ায় তারা দলের সাথে যোগ দিতে পারেননি। তারা লন্ডনে নিজেদের হোটেল রুমে কোয়ারেন্টাইন পালন করছেন।
ঋষভ পান্থ ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানি। তবে তিনি এখনও কোয়ারেন্টাইনে আছেন।
চলতি বছরের ৪ আগস্ট ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টেই ঋষভ পান্থের মাঠে নামার কথা রয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]