‘বল টেম্পারিং’-এর অভিযোগে এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাজা আসলো অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের বিরুদ্ধে। তাকে এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছে ক্রিকেটের এ প্রধান সংস্থা।
দলের অধিনায়ক নিষিদ্ধসহ জরিমানার কবলে পড়লেও ‘বল টেম্পারিং’-এর নায়ক ক্যামেরন বেনক্রফট কেবলমাত্র আর্থিক জরিমানাতেই রক্ষা পেয়েছেন। তাকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার দলের লিডারশীপ গ্রুপের বল টেম্পারিং-এর সকল দায়িত্ব স্মিথকেই নিতে হবে। এ জন্য তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হলো।’
বল টেম্পারিং-এর অভিযোগ স্বীকার করে নেয়ার পরও মুক্তি মিলছে না অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের। ম্যাচ চলাকালীন সময়ে তাকে নেতৃত্ব ছাড়তে হয়েছে। সহ-অধিনায়কত্বের দায়িত্বও ছাড়তে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। কেপটাউনে চলমান টেস্টে অস্ট্রেলিয়া দলকে বাকি এক-দুদিনের জন্য নেতৃত্ব দেবেন টিম পাইন।
শুধু তাই নয়, একই ঘটনায় আইপিএলের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তাদের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে স্টিভেন স্মিথকে। তার পরিবর্তে রাজস্থানের নেতৃত্বে দেখা যেতে পারে আজিঙ্কা রাহানেকে।