আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাটা দারুণ ভাবে শুরু হলো নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলা কনওয়ে তার পুরস্কার স্বরূপ আইসিসির জুন মাসের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আর মেয়েদের ক্রিকেটে জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সোফি এক্লেস্টোন।
জুন মাসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক ঘটে কনওয়ের। অভিষেক টেস্টে করেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। সেই ধারাবাহিকতায় পরের টেস্টে খেলেন ৮০ রানের ইনিংস। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষেও খেলেন অর্ধশত রানের ইনিংস।
তিন টেস্টে ৩৭৯ রান কনওয়ের। রেকর্ড ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তার আবির্ভাব হয় আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে। আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হতে কনওয়ে পিছনে ফেলেছেন সতীর্থ কাইল জেমিসন ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে।
আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতেই নিজের এমন অর্জনে দারুণ খুশি কনওয়ে বলেন, 'এই পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় তা আরও স্পেশাল হয়ে উঠেছে আমার কাছে।'
তিনি আরও বলেন, 'লর্ডসে ডাবল সেঞ্চুরি করা ছিল স্বপ্ন পূরণের মতো ব্যাপার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে জয়ে দলে অবদান রাখতে পারাও এমন কিছু, অনেক বছর পরে যেটিতে ফিরে তাকাব গর্ব নিয়ে।'
এদিকে নারী ক্রিকেটে এক্লেস্টোন সেরা হন ভারতের বিপক্ষে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট ও পরের দুই ওয়ানডেতে ছয় উইকেট নেয়ার কারণে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]