হারারে টেস্টে বাংলাদেশে পক্ষে সবটুকু আলো নিজেদের করে নিয়েছেন ব্যাটসম্যানরা। তবে এ রকম ব্যাটিং উইকেটে আরও একবার নিজের দক্ষতার প্রমাণ দিলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দুই ইনিংসেই তিনিই ছিলেন জিম্বাবুয়ের জন্য এক মূর্তিমান আতঙ্ক।
মিরাজ হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ৯ উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন আর দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৪ উইকেট। ৯ উইকেট শিকারের জন্য মিরাজের খরচ করতে হয়েছে ১৪৮ রান। দেশের বাইরে এটাই মিরাজের সেরা বোলিং ফিগার।
মিরাজের আগে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার অধিকারী ছিলেন পেসার রবিউল ইসলাম। তিনি হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৫৫ রান খরচায় ৯ উইকেট শিকার করেছিলেন।
এ তালিকায় তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং খালেদ মাহমুদ সুজন। ২০০৯ সালে ক্যারিবিয় সফরে কিংস্টন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১০ রানে ৮ উইকেট শিকার করেছিলেন রিয়াদ। একই সিরিজে সেন্ট জর্জেসে ১২৯ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছিলেন সাকিব।
ঐতিহাসিক মুলতান টেস্টে ২০০৩ সালে নিজের রেকর্ডটি করেন খালেদ মাহমুদ সুজন। এ টেস্টে ১০৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]