এবার তাসকিনকে মেরে নাচলেন মুজারাবানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ১২ জুলাই ২০২১
এবার তাসকিনকে মেরে নাচলেন মুজারাবানি

হারারে টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানির বলের পর 'ড্যান্স মুভ' করে দেখান তাসকিন আহমেদ। এবার টেস্টের শেষ দিনে তাসকিনের বলে একই কাজ করলেন ব্লেসিং মুজারাবানি। নিশ্চিত হার জেনেও তাসকিনের বলে একটু 'ড্যান্স মুভ' করলেন তিনি।

তবে ঘটনার শুরু টেস্টের দ্বিতীয় দিনে, দিনের শুরুতেই ব্লেসিং মুজারাবানির বল ব্যাটে লাগাতে না পেরে ছেড়ে দেন তাসকিন। এরপরই তাসকিনের দিকে ছুটে আসেন মুজারাবানি। ওই সময়ে দুইজনের মধ্যে কিছুটা বাগবিতন্ডাও হয়। এ ঘটনার জন্য দুইজনকে জরিমানাও গুণতে হয়েছে।

ম্যাচের পঞ্চম দিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। তবে এবার এ ঘটনা ঘটিয়েছেন ব্লেসিং মুজারাবানি। তাসকিনকে চার মেরে উইকেটে দাড়িয়ে 'ড্যান্স মুভ' করেন তিনি। তবে এ ঘটনায় মুজারাবানির দিকে তেড়ে যাননি তাসকিন।

তাসকিন আহমেদের এ ঘটনা ছিল দলের প্রথম ইনিংসে, তবে মুজারাবানির এ ঘটনা ঘটেছে ম্যাচের প্রায় শেষ দিকে যখন জিম্বাবুয়ের হার কেবলমাত্র সময় সাপেক্ষ ব্যাপার। তাসকিনের মত অতিমানবীয় ব্যাটিং করে দলকে উদ্ধার করতে পারেননি, তবে প্রতিপক্ষে চোখে চোখ রেখে কথা বলেছিলেন তিনি। এটাই হয়তো পেসারদের হার না মানা মানসিকতা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক টেস্ট জয়

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক টেস্ট জয়

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শঙ্কায় ওলি পোপ

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শঙ্কায় ওলি পোপ

মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’

মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’

অতীত নিয়ে ভাবেন না শান্ত

অতীত নিয়ে ভাবেন না শান্ত