জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। তাদের দু’জনের জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে একমাত্র সাইফ হাসানের (৪৩) উইকেটটি হারিয়েছিল টাইগাররা।
বাংলাদেশের করা প্রথম ইনিংসে ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৭৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংস। ফলে প্রথম ইনিংস থেকে ১৯২ রানের লিড পায় বাংলাদেশ।
Second Test century, Congratulations #Najmul_Hossain_Shanto #BANvZIM pic.twitter.com/AyhSRyK7yV
— Sportsmail24.com (@sportsmail24) July 10, 2021
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি থেকেই ৮৮ রান পায় বাংলাদেশ। ইনিংসের ৩১তম ওভারে ওপেনার সাইফ হাসান ব্যক্তিগত ৪৩ রানে সাজঘরে ফিরেন। তার এ ইনিংসে ৬টি চারের মার ছিল।
সাইফ ফিরলে ব্যাট হাতে উইকেটে সাদমানের সঙ্গী হোন নাজমুল হোসেন শান্ত। এরপর আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ। ইনিংস ঘোষণার আগে সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত দুজনেই সেঞ্চুরি হাঁকান।
First century of Test career, Congratulations #Sadman_Islam pic.twitter.com/BsvlMf5Fvm
— Sportsmail24.com (@sportsmail24) July 10, 2021
সাদমাদ টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান ১৮০ বলে। ধৈর্যশীল তার এ সেঞ্চুরির পথে ৮টি চারের মার ছিল। শেষ পর্যন্ত ১১৫ রান অপরাজিত ছিলেন সাদমান।
এছাড়া অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ১০৯ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ব্যাট হাতে এ সেঞ্চুরির পথে ৫টি চারের মারের সাথে ৪টি ছক্কা হাঁকান তিনি। ইনিংস ঘোষণার আগ পর্যন্ত ১১৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]