দেশের জাতীয় দলের সাদা জার্সি গায়ে দেড় বছর বাইরে ছিলেন। চলমান জিম্বাবুয়ে সফরেও প্রাথমিক দলে ছিলেন না। হঠাৎ করেই ডেকে নেওয়ার পর সুযোগ আসে একাদশেও। সুযোগ পেয়েই প্রমাণ দিয়েছেন টেস্ট ক্রিকেটে এখনো ফুরিয়ে যাননি মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেকে প্রমাণের পরীক্ষায় পাস করেছেন শতভাগ নম্বরেরও বেশি পেয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে পথ হারানো বাংলাদেশকে রিয়াতের এই দেড়শ রানেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন দাসের সাথে শতরানের এবং তাসকিন আহমেদের সাথে ৯ম উইকেটে ১৯১ রানের রেকর্ড জুটিতে শেষ পর্যন্ত ৪৬৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।
দীর্ঘ দিন পর টেস্টে ফিরে নিজের এমন পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, নিজেকে প্রমাণ করার। আলহামদুলিল্লাহ, আমি খুশি দলের জন্য অবদান রাখতে পেরেছি। দলের জন্য অবদান রাখতে পারাটা সবসময় আনন্দের, সেটা করতে পেরেছি বলে ভালো লাগছে।’
জিম্বাবুয়ে টেস্টে তৃতীয় দিনের (শুক্রবার) শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজকে বোলাররাও ভালো বল করেছে, আমরা এখন টেস্টে ড্রাইভিং সিটেই। কালকের (শনিবার) দিনটা ঠিক করবে যে, আমরা কত রানের লিড নিতে পারি। এখনো খেলার অনেকটুকু বাকি।’
দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা যখন একে একে সাজঘরের পথ ধরছিলেন তখন জিম্বাবুয়ে বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে দীর্ঘ দিন ফিরেই ব্যাট করা সহজ ছিল না বলেও জানিয়েছেন তিনি।
বলেন, ‘এতটা ইজি ছিল না। কারণ, অলমোস্ট দেড় বছরের মতো আমি রেড বল ক্রিকেটের বাইরে ছিলাম। এই সফরের আগেও প্রথম স্কোয়াডে ছিলাম না। পরে আমাকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে ফোকাস ছিল যদি সুযোগ আসে যেন পারফর্ম করতে পারি এবং দলের জন্য অবদান রাখতে পারি।’
তিনি আরও বলেন, ‘দলের ডাক পাওয়ার পর টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের চেয়ে মানসিক অ্যাডজাস্টমেন্ট বেশি ছিল। লাল বল খেলছিলাম না। মানসিকভাবে ওটা চিন্তা করেছি যে, কিভাবে মানিয়ে নেওয়া যায়। বোলারগুলোকে (জিম্বাবুয়ের) নিয়ে চিন্তা করেছি যে, কে কখন কতটা সুইংয়ের সাহায্যে বল করে। চেষ্টা করেছি ওই জিনিসগুলো বের করার এবং পরিস্থিতি অনুযায়ী খেলার।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]