জোড়া উইকেট হারিয়ে বাংলাদেশের ৮ ব্যাটার যখন সাজঘরে, স্কোর বোর্ডে তখন রান ২৭০। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া টাইগারদের শক্ত অবস্থানে নিয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমদে। ব্যাট হাতে রিয়াদকে দুর্দান্ত সঙ্গ দিয়ে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন তাসিকন। ক্যারিয়ার সেরা ৭৫ রান করা তাসকিন জানালেন, দলের জন্যই খেলেছেন তিনি। দলের প্রয়োজনেই হতে চান নির্ভরযোগ্য টেলেন্ডার।
বৃহস্পতিবার (৯ জুলাই) দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তাসকিন জানান, শেষ দিকের ব্যাটার হিসেবে চেয়েছিলেন উইকেটে থাকা অভিজ্ঞ রিয়াদকে সহযোগিতা করতে। তবে স্কোর বোর্ডে রান কম থাকায় দলের প্রয়োজনে রান করার চেষ্টা ছিল।
তাসকিন বলেন, ‘সত্যি কথা বলতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং করা হয়। আজকে মাথায় ছিল যে, দলের জন্য কিছু করতে হবে। যেহেতু রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ রিয়াদ) সাথে ছিল, টেলেন্ডার হিসেবে আমার মূল লক্ষ্যই ছিল তাকে সাপোর্ট দেওয়া। তাছাড়া স্ট্যাম্পের বলটা সাবধানে খেলেছি। দলের জন্যই খেলার চেষ্টা করেছি।’
দিনের শুরুতে প্রথম সেশনে উইকেট বোলারদের সহায়তা করলেও সময়ের সাথে সাথে তা ব্যাটিং সহায়ক হয়ে উঠছিল। অন্যদিকে, দলের জন্য রান করাটাও জরুরি হয়ে পড়ছিল। তাসকিনকে ঠিক এ কথাটাই বার বার মনে করিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তাসকিন বলেন, ‘উইকেটটা ভালো ছিল। সবসময় রিয়াদ ভাই বলতেছিল, উইকেটটা ব্যাটিং সহায়ক হচ্ছে, রান করাটা জরুরি। যেহেতু আমি বোলার, মাঝে মধ্যে হয়তো হিট করতে ইচ্ছে হবে। কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার কথাই বার বার মনে করিয়ে দিচ্ছিল রিয়াদ ভাই।’
নিজে ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংস খেললেও মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসান তাসকিন। দলে সুযোগ পেয়ে যেভাবে খেলছেন রিয়াদ তাতে খুশি তাসকিন।
রিয়াদের ব্যাটিং প্রসঙ্গে তাসকিন বলেন, ‘রিয়াদ ভাই অনেক দিন দলে ছিল না। সে এসেই অসাধারণ এক ইনিংস খেলেছে। আমার খুব ভালো লাগছিল যে, আমি রিয়াদ ভাইকে সাপোর্ট করতে পেরেছি।’
ব্যাটিংয়ে পুরোটা সময়ই মাহমুদউল্লাহ রিয়াদ তাসকিনকে নানা পরামর্শ দিয়েছেন। যা দিন শেষে তাসকিনের জন্য ইতিবাচক ফলই বয়ে এনেছে। বলেন, ‘এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে আমার বেস্ট ৩৩ ছিল, ৪০ হওয়ার পরেই রিয়াদ ভাই বলতেছিল এখন কোন বাজে শট না, ৫০ করতে হবে। ৭০ পার হওয়ার পর রিয়াদ ভাই হেল্প করেছে। আমি তো এতো শট জানি না। সবসময় চেষ্টা করতেছিলাম ভালো বলগুলো লিভ করার জন্য, বাউন্সারটাকে ডিফেন্স করার জন্য।’
ক্যারিয়ার সেরা ইনিংস খেলা তাসকিন বলেন, ‘আমার হাতে অপশন কম ছিল (যেহেতু ব্যাটার না)। এখন আসল কাজ শুরু হয়েছে বোলিং। সবাই দোয়া করবেন যেন বোলিংটা ঠিকভাবে করতে পারি।’
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]