মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে লিটনের হাফ-সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৮ জুলাই ২০২১
মুদ্রার উল্টো পিঠে দাঁড়িয়ে লিটনের হাফ-সেঞ্চুরি

হারারেতে ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হাল ধরেছেন লিটন কুমার দাস। রঙিন পোষাকে সময়টা ভালো না কাটলেও সাদা পোষাকে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন লিটন। হারারেতে দলের সংকটময় মুহূর্তে করেছেন দুর্দান্ত হাফ-সেঞ্চুরি। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে  চেষ্টা চালাচ্ছেন দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেওয়ার।

হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউই কাপ্তানের এ সিদ্ধান্তে প্রতি সুবিচার করতে পারেননি। মধ্যাহ্ন বিরতির আগেই প্যাভিলিয়নে ফিরে যান শীর্ষ তিন ব্যাটসম্যান।

শীর্ষ তিন ব্যাটসম্যানের বিদায়ের পর কাপ্তান মমিনুল হক মুশফিককে সাথে নিয়ে দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন। তবে অভিজ্ঞ মুশফিক এবং সাকিব কাপ্তানকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তারা দ্রুতই ফেরেন প্যাভিলিয়নে।

সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন লিটন। লিটনের সাথে বড় জুটি গড়ার চেষ্টা করেন কাপ্তান মমিনুল হক। তবে ৭০ রান করে মমিনুল বিদায় নিলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এবার বাংলাদেশের ত্রাণ কর্তা হয়ে দাড়ান লিটন কুমার দাস।

লিটন এবং মাহমুদউল্লাহ রিয়াদ দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। লিটন ৮৬ বলে টেস্ট ক্যারিয়ারে নবম হাফ-সেঞ্চুরির দেখা পান। এ ইনিংসে তিনি আটটি বাউন্ডারি হাকিয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লিটনের ব্যক্তিগত সংগ্রহ ৯৭ বলে ৬০ রান। অপরদিকে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান।

হারারে টেস্টের আগের লিটন দাস ২৪ টেস্টে ২৮.৩৫ গড়ে করেছেন ১১৩৪ রান। কোনো সেঞ্চুরির না করলেও হারারে টেস্টের আগ পর্যন্ত ৮ টি হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ক্যারিয়ার সর্বোচ্চ ৯৪ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মমিনুলের হাফ-সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মমিনুলের হাফ-সেঞ্চুরি

এ যেন এক অচেনা সাকিব

এ যেন এক অচেনা সাকিব

অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য