জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে না খেলা সাকিব আল হাসান এ টেস্ট দিয়ে আবারও দলে ফিরলেও একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে তাকে নিয়ে আগে থেকেই সংশয় ছিল।
বুধবার (৭ জুলাই) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের একাদশে রয়েছেন হঠাৎ ডাক পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও। দেড় বছর পর টেস্ট দলে ফিরে একাদশেও জায়গা পেলেন তিনি। এছাড়া তামিম না থাকায় তার জায়গায় একাদশে ফিরেছেন সাদমান ইসলাম।
এদিকে, মাহমুদউল্লাহকে জায়গা দেওয়ায় একজন বোলার কম নিয়ে খেলছে বাংলাদেশ। হারারের পেস বান্ধব উইকেটে একাদশে দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিন আক্রমণে সাকিবের সাথে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে একমাত্র এ টেস্ট জিম্বাবুয়ে একাদশে দুইজনের অভিষেক হয়েছে। তারা হলেন- কাইতানো তাকুজওয়ানাশে এবং ডিওন মায়ের্স। এ টেস্ট নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন টেইলর।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১৭বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে দুই দলই সমান ৭বার করে জয়ের স্বাদ পেয়েছে। বাকি তিন ম্যাচের ফলাফল ছিল ড্র।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে সবচেয়ে বড় জয় ২০২০ সালে ঢাকা টেস্টে। ইনিংস এবং ১০২ রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল টাইগাররা।
এছাড়া জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ সর্বশেষ মাঠে নেমেছিল আট বছর আগে, ২০১৩ সালে। দীর্ঘ দিন পর আবারও জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ
ব্রেন্ডন টেলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন এবং ডোনাল্ড তিরিপানো।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]