জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট তামিম ইকবালকে নিয়ে এখনো শঙ্কা কাটেনি। তবে তাকে একাদশে পাওয়ার বিষয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করছে বাংলাদেশ। মমিনুল হক জানিয়েছেন, অভিজ্ঞ এ ওপেনারকে একাদশে পেতে ম্যাচ ডের (বুধবার) সকাল পর্যন্ত অপেক্ষা করবে। অন্যদিকে, টেস্টে হঠাৎ ডাক পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে খেলানো বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হাঁটুর চোটে পড়েছিলেন তামিম ইকবাল। যার কারণে ডিপিএলের সুপার লিগে খেলেননি তিনি। তামিমের সাথে চোট নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছেন মুশফিকুর রহিম। তবে মুশফিকের ফিট হলেও তামিম এখনো ফিট নন।
তামিম পুরোপুরি ফিট না হলেও আশা ছাড়ছে না বাংলাদেশ। অভিজ্ঞ এ ওপেনারকে খুব দরকার বলেও জানান মমিনুল। ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৬ জুলাই) তিনি বলেন, ‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে (বুধবার) পর্যন্ত দেখব। আজকে (মঙ্গলবার) অনুশীলন আছে। কালকে পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ইনজুরি আক্রান্ত তামিম ইকবালকে খেলাতেই হবে এমন ধারণা কেন? উত্তরে মমিনুল বলেন, ‘শুধু ইনজুরির কারণে অপেক্ষাটা, অন্য কিছু না। তামিম ভাই খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, বিশেষ করে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ কারণে তার ইনজুরিটার ব্যাপারে আমরা সময় নিয়ে দেখছি।’
মুশফিক নিশ্চিত হলেও টেস্টে হঠাৎ ডাক পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদেরও খেলা নিয়ে তামিমের ন্যায় শঙ্কা রয়েছে। কারণ, জিম্বাবুয়ের উইকেট এখনো দেখতে পারেনি বাংলাদেশ। ফলে টেস্টে কেমন উইকেট হবে সে বিষয়ে ধারণাও নিতে পারেনি অধিনায়ক ও কোচ।
মমিনুল ‘এখনও উইকেট দেখতে পারিনি, দেখার পর তার (মাহমুদউল্লাহ রিয়াদ) ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে আমরা আশাবাদী আছি তার ব্যাপারে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]