করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রীড়াঙ্গন। ধীরে ধীরে মাঠে খেলা ফিরলেও দর্শকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। ইংল্যান্ডে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে সীমিত সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়া হয়। পাকিস্তান সিরিজের পর এবার ভারতের বিপক্ষেও দর্শক পূর্ণ গ্যালারিতে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
যুক্তরাজ্য সরকার সোমবার (৫ জুলাই) কোভিডের কারণে আরোপ করা সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে দর্শক প্রবেশে থাকছে না কোন বাঁধা। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে সীমিত সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি পেলেও এবারই প্রথম কোভিডের পর দর্শক পূর্ণ গ্যালারিতে ম্যাচ ফিরছে সাউদাম্পটনে।
এদিকে, ভারতকে সুখবর দিলো ইসিবি। প্রথম থেকেই ভারত টেস্ট সিরিজ শুরুর পূর্বে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বললেও তাতে সাড়া দেয়নি ইসিবি। কোভিডের কারণে আরোপ করা সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ইসিবি ভারতের আবেদনের প্রেক্ষিতে প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে।
এ প্রসঙ্গে ইসিবি জানায়, পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের আগে ভারত একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছে। কোভিড ১৯ প্রটোকল মেনে আমরা এটি নিয়ে কাজ করছি। যদিও প্রস্তুতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ হিসেবে কে থাকছে তা এখনও নিশ্চিত করেনি ইসিবি, তবে ২০ জুলাইয়ে শুরু হতে পারে প্রস্তুতি ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও লর্ডসে দর্শক পূর্ণ গ্যালারিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। প্রায় দুই বছর পর নিজেদের ঘরের মাঠে পূর্ণ গ্যালারির সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংলিশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে দর্শক পরিপূর্ণ গ্যালারি রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]