সংশয়ে তামিম, মুশফিক ফিট এবং ক্ষুধার্ত সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৬ জুলাই ২০২১
সংশয়ে তামিম, মুশফিক ফিট এবং ক্ষুধার্ত সাকিব

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহিমকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকলেও সংশয় রয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালকে নিয়ে। সদ্য শেষ হওয়া ঢাকা লিগে তারা দু’জনেই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া সাকিব আল হাসান দলে যুক্ত হওয়ায় বড় স্বস্তি বলে মনে করছেন কোচ রাসেল ডোমিঙ্গো।

ঢাকা লিগের চোট পেলেও জিম্বাবুয়ে সফরে দুই ফরম্যাটে মুশফিক এবং তিন ফরম্যাটেই আছেন তামিম ইকবাল। ফলে চোট নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছেন তারা দু’জন। টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিন তামিম ব্যাট করলেও মুশফিক খেলেননি। তবে তবে রাসেল ডমিঙ্গো জানালেন, টেস্টে মুশফিককের খেলা নিয়ে সমস্যা না থাকলেও শঙ্কা রয়েছে তামিম ইকবালকে নিয়ে।

বুধবার (৭ জুলাই) হারারেতে শুরু দু’দেশের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তার একদিন আগে টাইগার কোচ এসব তথ্য জানান। সোমবার (৫ জুলাই) বিসিবির দেওয়া ভিডিও বার্তায় ডোমিঙ্গো বলেন, ‘মুশফিক বেশ আত্মবিশ্বাসী যে, সে খেলার মতো ফিট হয়ে উঠবে। তার পুনর্বাসন খুব ভালো হয়েছে এবং সবকিছু ঠিক পথে আছে। তবে তামিম এখনও শতভাগ নিশ্চিত নয়। এখনও তাকে নিয়ে সংশয় আছে। শিগগিরই ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাকা প্রিমিয়ার লিগে তামিম হাঁটুতে চোট পেয়েছিলেন। আর মুশফিকের চোট ছিল আঙুলে। ইনজুরির কারণে ঢাকা লিগের সুপার লিগের দু’জনেই খেলতে পারেননি।

জিম্বাবুয়ে সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজে নাম রয়েছে মুশফিকুর রহিমের। তিনি টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তবে সফরে সব ফরম্যাটেই খেলবেন তামিম ইকবাল। এখন অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত তামিম টেস্ট ম্যাচে খেলার জন্য ফিট হতে পারেনি কিনা।

এদিকে, আইপিএল খেলার কারণে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট থেকে ছুটি নেওয়া সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে এ ফরম্যাটে ফিরছেন। ঢাকা লিগ খেলে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব দেশে না সরাসরি জিম্বাবুয়ে দলের সাথে যোগ দিয়েছেন। শুধু যোগ দিয়েছেন তা নয়, প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফর্মও করছেন তিনি।

ঢাকা লিগে ভালো করতে না পারলেও প্রস্তুতি ম্যাচের পর জিম্বাবুয়ে বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব আল হাসানকে নিয়ে আশাবাদী কোচ ডোমিঙ্গে। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সবসময় গুরুত্বপূর্ণ। তাকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার।’

সাকিব আল হাসানকি নিয়ে রাসেল ডোমিঙ্গো আরও বলেন, ‘সে (সাকিব) থাকলে দলের ব্যালান্স খুব ভালো হয়। সে শীর্ষ ছয়ে ব্যাট করে, মূল বোলারদেরও একজন। সব আন্তর্জাতিক দলই এমন একজনকে চায়। তাকে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। এ সফরে সে প্রাণশক্তি ও মানসিকতা নিয়েও এসেছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্সে জিম্বাবুয়ে বিপক্ষে আশাবাদী মিরাজ

প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্সে জিম্বাবুয়ে বিপক্ষে আশাবাদী মিরাজ

ক্যারিয়ারের প্রথম জিম্বাবুয়ে সফর, এক্সাইটেড তাসকিন

ক্যারিয়ারের প্রথম জিম্বাবুয়ে সফর, এক্সাইটেড তাসকিন

‘বিকল্প’ হিসেবে টেস্ট দলে মাহমুদউল্লাহ

‘বিকল্প’ হিসেবে টেস্ট দলে মাহমুদউল্লাহ