প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্সে জিম্বাবুয়ে বিপক্ষে আশাবাদী মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৫ জুলাই ২০২১
প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্সে জিম্বাবুয়ে বিপক্ষে আশাবাদী মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে মাঠে নামার আগে ব্যাটে বলে ভালোই প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ব্যাটসম্যান এবং বোলাররা নিজেরদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন। বাংলাদেশের দাপটেই শেষ হয়েছে প্রস্তুতি ম্যাচ। দল প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্স টেস্টে ধরে রাখতে পারবে বলে আশাবাদী মিরাজ।

জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ। তার সাথে কাজ করেও বেশ খুশি বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

এ বিষয়ে তিনি বলেন, ‘তিন-চারদিন ও (হেরাথ) আমাদের সাথে এককভাবে কাজ করেছে। আমাদেরকে নিয়ে টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি যেসব কাজ করতেছে। সেগুলো যদি উন্নতি করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’

এছাড়াও অনেকদিন পর টেস্ট জার্সিতে দলে ফিরবেন সাকিব আল হাসান। সে উপলক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচে স্পিনাররা উইকেট পেয়েছে। এতেও বেশ আত্মবিশ্বাসী হয়েছেন মিরাজ।

মিরাজ বলেন, ‘আলহামদুল্লিলাহ স্পিনাররা ভালো বোলিং করেছে। এটা আমাদের টিমের জন্য অ্যাডভানটেজ যে আমরা স্পিনাররা উইকেট পেয়েছি। আমরা স্পিনাররা যদি উইকেট পাই কিংবা অবদান রাখতে পারি তাহলে টিমের উপকার হবে।’

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সব ব্যাটসম্যনরাই রান পেয়েছেন। এছাড়াও বোলাররা নিজেরদের কাজ বেশ ভালোমত করতে পেরেছেন। এতেই টেস্টে ভালো করার আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন মিরাজ। তিনি আশাবাদী প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্সের টেস্টে করতে পারবে বাংলাদেশ দল।

মিরাজ বলেন, ‘আলহামদুল্লিলাহ, আমাদের ব্যাটসম্যানরা বেশ পজেটিভ ক্রিকেট খেলেছে। কালকে (শনিবার) আমরা যখন ব্যাটিং করেছি তখন সবাই পজেটিভ ক্রিকেট খেলেছে,ভালো খেলেছে। আশা করি এ কনফিডেন্সটা টেস্ট ম্যাচে আমাদের অনেক উপকার দিবে। এভাবে খেলতে পারলে ব্যাটসম্যানরা ভালো করবে এবং অনেক রান করতে পারবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‌‘সৌরভ গাঙ্গুলি চাইলেই ভারত-পাকিস্তান ম্যাচ সম্ভব’

‌‘সৌরভ গাঙ্গুলি চাইলেই ভারত-পাকিস্তান ম্যাচ সম্ভব’

লঙ্কান লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা কম

লঙ্কান লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা কম

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচে সাকিবের ব্যাটে রান

জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচে সাকিবের ব্যাটে রান