ইংল্যান্ড সফরে পায়ের পুরোনো ইনজুরিতে পড়েছেন ওপেনার শুভমান গিল। ধারণা করা হয়েছিল প্রথম টেস্ট মিস করতে পারেন তিনি। তবে এখন জানা গিয়েছে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শুভমান গিল। তার পরিবর্তে আরেক ওপেনার পৃথ্বী শ-কে দলে ডাকা হয়েছে।
তবে পৃথ্বী শ-কে ডাকাকে ভালোভাবে মেনে নিতে পারেননি বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব। ইংল্যান্ড সফরে দলের সাথে আছেন চার ওপেনার ব্যাটসম্যান। এর মধ্যে স্কোয়াডে আছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল আর স্ট্যান্ডবাই হিসেবে আছেন অভিমন্যু ঈশ্বরণ।
কপিল দেবের মতে দলে দুই শুভমান গিলের পরিবর্তে আরও দুই ওপেনার থাকার পরও পৃথ্বী শ-কে দলে ডাকা তাদের জন্য রীতিমত অপমানজনক। রাহুল এবং আগারওয়ালের মত ওপেনার থাকার পরও তিন নম্বর কোনো ওপেনারের দরকার আছে কিনা সে বিষয়েও প্রশ্ন করেছেন তিনি।
কপিল দেব বলেন, ‘আমি মনে করি না যে এর কোনো প্রয়োজন আছে। নির্বাচকদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। কোচ এবং অধিনায়কের পরামর্শ ছাড়া দল নির্বাচন করা হয়নি। আমি বলতে চাই রাহুল এবং আগারওয়ালের মত দুইজন ওপেনার থাকার পরও তৃতীয় কাউকে দরকার নেই। আমার কাছে মনে হয় কাজটি ভুল হবে।’
তিনি আরও বলেন, ‘আমি এ তত্ত্বের সাথে বিশ্বাসী নই। স্কোয়াডে ইতিমধ্যে ওপেনার আছে। আমার মতে তাদের মধ্যে থেকে একজনের খেলা উচিত। না হলে এটা স্কোয়াডে থাকার ক্রিকেটাদের জন্য অপমানজনক ঘটনা হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]