ইংল্যান্ড সিরিজে দলের স্কোয়াডে যুক্ত হলেন পৃথ্বী শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ এএম, ০৫ জুলাই ২০২১
ইংল্যান্ড সিরিজে দলের স্কোয়াডে যুক্ত হলেন পৃথ্বী শ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে ভারতীয় দলের অবস্থান বৃটিশ মুলুকে। সেখানেই পায়ের পুরাতন ইনজুরিতে পড়েছেন ব্যাটসম্যান শুভমান গিল। প্রথমে ধারণা করা হয়েছিল প্রথম টেস্ট মিস করে যেতে পারেন তিনি। তবে তাকে দেশে ফেরানোর তড়িঘড়িতে বোঝা যাচ্ছে বড় ধরনের ইনজুরিতেই পড়েছেন ২১ বছর বয়সী এ ওপেনার। তার পরিবর্তে ইংল্যান্ডে ডেকে পাঠানো হয়েছে আরেক তরুণ তুর্কি পৃথ্বী শ-কে।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় আছেন পৃথ্বী শ। ধারণা করা হচ্ছে সেখান থেকেই সরাসরি ইংল্যান্ডের পাড়ি জমাতে পারেন তিনি। তবে পৃথ্বীর ব্রিটেনে পাড়ি জমানো নিশ্চিত হলেও শুভমানের ইনজুরি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে হয়েছেন শুভমান।

পৃথ্বী শকে দলে নেওয়ার আগে ধারণা করা হয়েছিল স্কোয়াডে যুক্ত হবেন দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে থাকা অভিমন্যু ঈশ্বরণ। তবে দলের ডাক পাবার কাছে থেকেও সুযোগ মিস করে যাচ্ছেন তিনি। কারণ হিসেবে জানানো হয়েছেন সর্বশেষ দুই মৌসুমে প্রথম শ্রেণির কোনো ম্যাচ না খেলা। ইংল্যান্ডে দলের সাথে থাকা এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অপরদিকে পৃথ্বী শ সর্বশেষ বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দুর্দান্ত ফর্মে ছিলেন।

বিসিসিআইয়ের সূত্র বলেছে, ‘পৃথ্বী শ বর্তমানে সেরা ফর্মে আছে। তার এখন শ্রীলঙ্কা সিরিজে না থেকে ইংল্যান্ডে থাকা উচিত। ঘটনার পাঁচদিন হয়ে গেছে, নির্বাচকরা এখনও সিদ্ধান্ত নেয়নি।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডে থাকা ব্যাটসম্যান (অভিমন্যু ঈশ্বরণ) সর্বশেষ দুই মৌসুমে কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি। এ কারণেই ওর থেকে পৃথ্বী এগিয়ে থাকবে। দল পৃথ্বীকে চিনে, জানে এবং বোঝে। দল যখনই পৃথ্বীকে চাবে তখনই তাকে ইংল্যান্ডে পাঠানো হবে। তাকে না পাঠানোর কোনো কারণ নেই।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

বিশ্বকাপে উপমহাদেশের মতোই উইকেট পাবেন ক্রিকেটাররা

নারীবিদ্বেষী মন্তব্যে বিপাকে দিনেশ কার্তিক

নারীবিদ্বেষী মন্তব্যে বিপাকে দিনেশ কার্তিক

লঙ্কান লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা কম

লঙ্কান লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা কম

ভারতের এক মৌসুমে দুই হাজার ক্রিকেট ম্যাচ

ভারতের এক মৌসুমে দুই হাজার ক্রিকেট ম্যাচ