বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফলাফল নিয়ে কোন বিতর্ক না হলেও এত বড় টুর্নামেন্ট এর শিরোপার নিষ্পত্তি এক ম্যাচে হওয়াই অনেকেই সমালোচনা করেছেন। বিরাট কোহলি থেকে শুরু করে অনেক তারকা ক্রিকেটারই মনে করেন, ফাইনাল ম্যাচটি দুই কিংবা তিন ম্যাচের হলে যোগ্য দল শিরোপা জিততে পারতো। আলোচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে নিজের অভিমত প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক ব্যাটার ইনজামাম-উল হক।
ইনজামাম মনে করেন, এক ম্যাচ নয় কমপক্ষে দুই ম্যাচের ফাইনাল আয়োজন করা উচিত ছিল। হোম এবং অ্যাওয়ের ভিত্তিতে দুই ম্যাচ হলে যোগ্য দল শিরোপা নিজেদের করে নিতে পারতো বলে মনে করেন তিনি। সাবেক এই ব্যাটার বলেন, 'আমার উপদেশ হলো দুই ম্যাচ খেলা। এক ম্যাচ হবে নিউজিল্যান্ড বা যে দল ফাইনালে উঠবে তাদের দেশে আরেক ম্যাচ প্রতিপক্ষের দেশে।'
হোম এন্ড অ্যাওয়ের ভিত্তিতে ফাইনাল ম্যাচ হলে ফলাফল নিরপেক্ষ আসতো বলেও মনে করেন তিনি। ইনজামাম বলেন, 'আমি যেভাবে বলেছি সেভাবে হলে নিরপেক্ষ হতো। এটা যদি বিশ্বকাপের মতো হতো যে সকল দলই একই দেশে খেলেছে তাহলে ভিন্ন কথা ছিল। আমার বক্তব্য থাকবে এই যে, ভবিষ্যতের ফাইনাল যেনো হোম এন্ড এ্যাওয়ের ভিত্তিতে করা হয়।'
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পিচ নিয়েও প্রশ্ন তুলেন ইনজামাম। ৬ দিনের টেস্টের প্রায় ৪ দিনই ছিল বৃষ্টির হানা। বাকি যে দুই বা আড়াই দিন খেলা হয়েছে তাতেই ম্যাচের ফল বের হয়ে গেছে। এমন বোলিং সহায়ক পিচ দেখে হতাশ ইনজামাম বলেন, '৬ দিনের ম্যাচের মাঝে ৪ দিনই বৃষ্টি ছিলো তারপরো ম্যাচের ফল বের হয়ে গিয়েছে। কেউ একবারও প্রশ্ন তুললো না এমন পিচ বানাতে কে বলছে। যেখানে বোলাররাই কেবল সুবিধা পেয়ে গেলো, ব্যাটারদের খুঁজেও পাওয়া যাচ্ছিল না।'
টেস্ট চ্যাম্পিয়নশিপ-২ এ এবারের আসরে সবচেয়ে বেশি ২১টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এছাড়া ভারত ১৯টি, অস্ট্রেলিয়া ১৮টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪টি করে ম্যাচ খেলবে। ১৩ টি করে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। সবচেয়ে কম ১২টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]