কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের সুসময় যেন কাটছেই না। অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের পর এবার ব্যক্তিগত অর্জনেও এগিয়ে গেলেন তিনি। টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভালো খেলার পুরষ্কার স্বরুপ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন উইলিয়ামসন। শীর্ষে উঠার পথে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথকে পিছনে ফেলেছেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে ব্যাট হাতে দুই ইনিংসে করেছিলেন ৪৯ এবং অপরাজিত ৫২ রান। দলের বিপদের সময় এ দুই দূর্দান্ত ইনিংসের কারণে উইলিয়ামসনের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯১৯। শীর্ষে থাকা স্টিভেন স্মিথের রেটিং পয়েন্ট ৮১৯। দুই সপ্তাহের ব্যবধানে শীর্ষ স্থান হারিয়েছেন তিনি।
টেস্টে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের তিন নম্বরের অবস্থান করছেন অজি তারকা মার্নাস ল্যাবুশেন। তার রেটিং পয়েন্ট ৮৭৮। দীর্ঘদিন শীর্ষে অবস্থান করা বিরাট কোহলির অবস্থান চার। কোহলির রেটিং পয়েন্ট ৮১২। পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম এবারও জায়গা পাননি শীর্ষ দশে। তার অবস্থান ১১ নম্বরে।
???????? @BLACKCAPS captain Kane Williamson is back to the No.1 spot in the latest @MRFWorldwide ICC Men's Test Player Rankings for batting.
— ICC (@ICC) June 30, 2021
Full list: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/1DWGBonmF2
র্যাঙ্কিংয়ের পাঁচ এবং ছয় নম্বরে যথাক্রমে অবস্থান করছেন জো রুট এবং রোহিত শর্মা। এক ধাপ করে এগিয়ে আট এবং নয় নম্বরের আছে যথাক্রমে ডেভিড ওয়ার্নার এবং কুইন্টন ডি কক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দৃষ্টিকটু শট খেলে সাত নম্বরে আছেন ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ।
বোলার র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে নেই কোনো পরিবর্তন। আগের মতই সেরা তিনে আছেন প্যাট কামিন্স, রবিচন্দন অশ্বিন এবং টিম সাউদি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। দীর্ঘদিন টেস্ট না খেলা সাকিবের অবস্থান পঞ্চম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]