টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হবার রেকর্ড গড়লেন অধিনায়ক কেন উইলিয়ামসন। অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ফলে মার্টিন ক্রো ও রস টেইলরকে টপকে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন উইলিয়ামসন।
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ৯১ রান তুলে অপরাজিত থাকেন উইলিয়ামসন। দ্বিতীয় দিনের অষ্টম ওভারে ৬৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৮তম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ফলে ক্রো ও টেইলরকে টপকে যান কিউই দলপতি। ১৭টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রো ও টেইলর। ১২টি করে সেঞ্চুরি করে তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন জন রাইট ও ব্রেন্ডন ম্যাককালাম।
রেকর্ড গড়া সেঞ্চুরির ইনিংসে শেষ পর্যন্ত ২২০ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ১০২ রান করেন উইলিয়ামসন।
টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড দখলে রেখেছেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ২০০ ম্যাচে ৫১টি সেঞ্চুরি করেছেন তিনি।