জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সফরে তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণার তিনদিন পর শনিবার (২৬ জুন) তাকে দলে নেওয়া হয়। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তিন ফরম্যাটের সিরিজ খেলতে আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একমাত্র টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করায় টেস্ট দলের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
এছাড়া আগের ঘোষিত ওয়ানডে দলে ১৭ এবং টি-টোয়েন্টি দলে ১৬ জন ঠিক রয়েছে। টেস্ট স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করায় এখন তিনি তিন ফরম্যাটেই খেলবেন। ঘোষিত দলে তিন ফরম্যাটেই রয়েছেন সাকিব আল হাসান। তবে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে নাম থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মুশফিকুর রহীম।
সফরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭-১১ জুলাই। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডে এবং ২৩, ২৫ ও ২৭ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।
জিম্বাবুয়ে সফরে টেস্ট স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]