বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট পড়লো নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত নানা নাটকীয়তায় ভরপুরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় কিউইরা। ম্যাচে পরাজয়ের চেয়েও ভিরাট কোহলি বিরক্ত এক ম্যাচ দিয়ে শিরোপা নির্ধারণ করায়। এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এর ফাইনাল কমপক্ষে ৩ ম্যাচের হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
এক ম্যাচ দিয়ে একটি দলকে যাচাই করা যায় না বলে মনে করেন ভিরাট কোহলি। তিন ম্যাচের সিরিজ হলে কোন দল প্রথম ম্যাচে পরাজিত হলেও তাদের ঘুরে দাঁড়ানোর সময় থাকতো। কিন্তু এক ম্যাচ দিয়ে শিরোপা নির্ধারণ করায় হতাশ কোহলি।
তিনি বলেন, `দেখুন, আমি প্রথমেই এক ম্যাচ দিয়ে বিশ্বসেরা টেস্ট দল বাছাই করার পক্ষে নয়। যদি এটা টেস্ট সিরিজই হয়ে থাকে তাহলে এটা তিন ম্যাচের হওয়ার দরকার ছিল। যে দল পারবে ঘুরে দাঁড়াবে, নতুবা প্রতিপক্ষকে উড়িয়ে দিবে। শেষ দুই দিনের ক্রিকেটের উপর নির্ভর করে একটি দলকে মূল্যায়ন করা সম্ভব নয়। অত্যন্ত পক্ষে আমি তা মনে করি না।'
এক ম্যাচের ফাইনাল নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোহলি আরও বলেন, 'আমি মনে করি যে এটি তিন ম্যাচের হওয়ার দরকার ছিল যাতে দল হিসেবে প্রস্তুতি নেয়া যায় এবং ম্যাচে ফিরে আসারও সুযোগ থাকে।'
বৃষ্টিবিঘ্নিত ফাইনাল নিয়ে ভারতের অধিনায়ক বলেন, `আপনারাই দেখেছেন কিভাবে খেলা গিয়েছে, কতটুকু সময় আমরা মাঠে থাকতে পেরেছি। ইতিহাসের দিকেও যদি তাকায় তাহলে দেখবেন ঐতিহাসিক সকল সিরিজই তিন ম্যাচ কিংবা পাঁচ ম্যাচের হয়েছে।'
ভারত হেরেছে বলেই এমন কথা উঠছে মানতে নারাজ কোহলি। বরং ক্রিকেটের স্বার্থেই কমপক্ষে ৩ ম্যাচের সিরিজ হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে কোহলি বলেন, 'আমি ম্যাচ হেরেছি বলে এসব বলছি না। আমি আবারও বলব তিন ম্যাচের হওয়া উচিত। খেলায় উত্থান পতন থাকেই।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]