ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৪ জুন ২০২১
ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট পড়লো নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত নানা নাটকীয়তায় ভরপুরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছেন কেন্ উইলিয়াসমনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তে গড়ানো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষ দিনে অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেইলরের অনবদ্য ব্যাটিংয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

বহুল প্রত্যাশিত এ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরু থেকেই বাগড়া বসায় বৃষ্টি। প্রকৃতির এই নির্মম রসিকতায় প্রথম এবং চতুর্থ দিনের মাঠে গড়ায়নি একটি বলও। দুইদিন পরিত্যক্তত হওয়ায় শেষ পর্যন্ত রিজার্ভ ডে পর্যন্ত গড়ায় খেলা।

ষষ্ঠ দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে গুড়িয়ে দিলে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। যা ৪৫ দশমিক ৫ ওভারে (৩.০৫ গড়) ২ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ভারততে হারিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে মুকুট পড়ে নিউজিল্যান্ড।
sportsmail24
প্রথমবারের মতো আয়োজিত এ ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামনস। ফলে প্রথমে ব্যাট করতে নেমে ২১৭ রানে অলআউট হয় ভারত।

দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৯ রান করে আজিঙ্কা রাহানে। এছাড়া দ্বিতীয় সর্বোচা্চ ৪৪ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। বলে হাতে কাইল জেমিসন একাই পাঁচ উইকেট শিকার করেন।

ভারতে ২১৭ রানে আটকে রেখে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও খুব বড় সংগ্রহ গড়তে পারেনি। মাত্র ৩২ রানের লিড নিয়ে ২৪৯ রানে থেমে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসনের ৪৯ রানের ইনিংস ছাড়া আর কেউ সংগ্রহ স্কোর করতে পারেনি। অন্যদিকে, ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ শামী।
sportsmail24
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। ১৭০ রানেই অলআউট হয়ে যান বিরাট কোহলিরা। ব্যাট হাতে ঋষভ পান্থের ৪১ রান ছাড়া আর কেউ বড় সংগ্রহ গড়তে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার রোহিত শর্মা।

অন্যদিকে, বল হাতে টিম সাউদি ৪টি, ট্রেন্ট বোল্ট ৩টি এবং কাইল জেমিসন ২টি উইকেট শিকার করেন।

ভারতকে ১৭০ রান আটকে রাখায় নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। শেষ দিকে এ লক্ষ্য পাওয়ায় প্রথমে দেখেশুনে শুরু করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৪৫ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমবারের মতো অনুষ্ঠিত ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ারের শেষ টেস্টে ইনজুরি নিয়েও খেলছেন ওয়াটলিং

ক্যারিয়ারের শেষ টেস্টে ইনজুরি নিয়েও খেলছেন ওয়াটলিং

বর্ণবাদী আচরণ, মাঠ থেকে বের করা হলো দুই ভারতীয় সমর্থককে

বর্ণবাদী আচরণ, মাঠ থেকে বের করা হলো দুই ভারতীয় সমর্থককে

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থায় অসন্তুষ্ট হোল্ডিং

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থায় অসন্তুষ্ট হোল্ডিং