বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। ম্যাচ চলাকালীন বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন কিউই উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। প্রথমে সাধারণ চোট ভাবলেও পরবর্তীতে জানা যায় ওয়াটলিংয়ের আঙ্গুল ভেঙেছে।
আঙ্গুলের এমন বাজে অবস্থার পরও ফাইনালের ভারতের বিপক্ষে ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়েছেন বিজে ওয়াটলিং। ওয়াটলিংয়ের ইনজুরির বিষয়টি ধারাভাষ্য কক্ষ থেকে নিশ্চিত করেছেন ইয়ান বিশপ।
ওয়াটলিংয়ের ইনজুরির পর ধারণা করা হয়েছিল উইকেট রক্ষকের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন টম লাথাম। তবে ক্যারিয়ার শেষ টেস্টে ইনজুরি সত্ত্বেও উইকেটের পিছনের দায়িত্ব ছাড়েননি ওয়াটলিং।
নিউজিল্যান্ড দলে ইংল্যান্ড সফর শুরুর আগেই জানিয়েছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। ক্যারিয়ারের শেষ টেস্টেও নিজের হার না মানসিকতা নিয়েই উইকেটের পিছনের দায়িত্ব থেকে সরে দাঁড়াননি ওয়াটলিং।
আরও পড়ুন> ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত ওয়াটলিংয়ের
ইংল্যান্ডে বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টেস্ট খেললেও ইনজুরির কারণে মিস করেছেন দ্বিতীয় টেস্ট। এরপর ইনজুরি কাটিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে ফিরলেও ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বিজে ওয়াটলিং।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মোহাম্মদ শামির দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বোল্ড হয়েছিলেন তিনি। আউট হওয়ার আগে ৩ বলে করেছিলেন ১ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]