আইসিসি আয়োজিত প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত হয়েছে। সাউদাম্পটনে অনুষ্ঠিত এ ফাইনালে দ্বিতীয় দিনেও চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। তবে সেই শঙ্কা উড়িয়ে অবেশেষ মাঠে গড়িয়েছে ফাইনাল ম্যাচে টস কয়েন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ফাইনালে টস জিতেছে নিউজিল্যান্ড। টস জিতে বিরাট কোহলির নেতৃত্বাধীয় ভারতীয় ক্রিকেট দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রায় আড়াই বছর বিভিন্ন দলের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড ফাইনাল মঞ্চে জায়গা করে নিয়েছে। ফলে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় নিতে জয় ছাড়া কিছুই ভাবছে না দু’দল। তবে এক ম্যাচের ফাইনাল টেস্টটি ড্র বা টাই হলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে ভারত-নিউজিল্যান্ড।
ফাইনালের প্রথম দিন পরিত্যক্ত হওয়া বাকি চারদিন আধাঘণ্টা আগে খেলা শুরু হবে। এছাড়া চারদিনের ফলাফল না হয়ে প্রয়োজনের ষষ্ঠদিনেও মাঠে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর আইসিসি এ তথ্য জানিয়েছে।
এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে অনেকেই সীমিত ওভারের বিশ্বকাপ ফাইনালের সাথে তুলনা করছেন। ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের যেমন স্বাদ, টেস্ট চ্যাম্পিয়নশিপেও সেরকম আবহ পাচ্ছেন তারা। ক্রিকেটারদের মনের ভাষ্যও তেমন।
নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার নিল ওয়াগনার বলেছেন, ‘হ্যাঁ, আমার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বিশ্বকাপ ফাইনালের মতো। আমি কখনও নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে পারেনি। তাই বিশ্বকাপের ফাইনালও খেলা হয়নি। তাই মনে হয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিশ্বকাপের মতো। শুধু আমার কাছে নয়, দলের সকলের কাছেই এটি অন্যান্য ফরম্যাটের ফাইনালের মতো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। বলেন, ‘টেস্ট ফাইনালের মতো বড় মঞ্চে প্রত্যেকেই চাইবে সাফল্য পেতে। তবে ভয়ডরহীন ক্রিকেট খেললে জেতার সুযোগ বেশি। ফলের কথা চিন্তা না করে নিজেদের সেরাটা দিতে হবে। শেষ দুই থেকে তিন বছরে যা করে আসছি আমরা, সেটা করলেই কাজ অনেকটা সহজ হয়ে যাবে। ফাইনাল ভেবে যদি এ ম্যাচ খেলতে নামি, প্রত্যেকের উপর বাড়তি চাপ পড়বে। আর পাঁচটি ম্যাচের মত যদি দেখি, তা হলে অনেক নির্ভার হয়ে খেলা যাবে।’
ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]