পেসারদের দাপটে প্রোটিয়াদের চেপে রাখলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ এএম, ২০ জুন ২০২১
পেসারদের দাপটে প্রোটিয়াদের চেপে রাখলো ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত দলে নতুন করে জায়গা হয় ​এক পেসার ও এক ব্যাটারের। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে পেসারদের কল্যাণে প্রোটিয়াদের বিপক্ষে সমানতালে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ।

দলের নতুন দুই সদস্য পেসার শ্যানন গ্যাব্রিয়েল এবং অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ড্যারেন ব্রাভোর দলের অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই দুইজনের অন্তর্ভুক্তিতে দল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার।

এদিকে, দলে সুযোগ পেয়ে প্রথম দিন শেষে ২ উইকেট সংগ্রহ করেছে গ্যাব্রিয়েল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৩৭ রানেই প্রথম ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক ডিন এলগার ও কুইন্টন ডি কক। এলগার ৭৭ রান করে মায়েরস এর বলে বোল্ড হলেও উইকেট কিপার ব্যাটার ডি কক অপরাজিত আছেন ৫৯ রানে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গ্যাব্রিয়েল দুই উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট লাভ করেন কেমার রোচ, জ্যাইডেন সিলস এবং মায়েরস।

প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২১৮ রান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রোটিয়াদের বিপক্ষে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

প্রোটিয়াদের বিপক্ষে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

ডিপিএলের সুপার লিগে প্রকৃতির চোখ রাঙানি

ডিপিএলের সুপার লিগে প্রকৃতির চোখ রাঙানি

দীর্ঘদিন পর সন্তানদের কাছে ফিরলেন সাকিব

দীর্ঘদিন পর সন্তানদের কাছে ফিরলেন সাকিব

বিসিসিআইয়ের অনুরোধে পরিবর্তন হলো সিপিএলের সূচি

বিসিসিআইয়ের অনুরোধে পরিবর্তন হলো সিপিএলের সূচি