প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুক্রবার (১৮ জুন) মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং ভারত। সাউথহ্যাম্পটনে দ্য অ্যাজেস বোলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাগড়ায় এখনও টসে নামতে পারেনি দুই দল।
সাউথহ্যাম্পটনে টানা বৃষ্টি হওয়ায় প্রথম সেশনে একটি বলও মাঠে গড়াবে না। অতি বৃষ্টির কারণে এখনও মাঠ প্রস্তুত করা সম্ভব হয়নি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পুরো ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণেই একদিন অতিরিক্ত রেখেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরো ম্যাচে কাটা যাওয়া ওভারের খেলা রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে।
Update from Southampton ????️
— ICC (@ICC) June 18, 2021
The toss has been delayed and there will be no play in the opening session. #WTC21 Final | #INDvNZ pic.twitter.com/9IAnIc56jQ
বৃষ্টির কারণে খেলা শেষ করা সম্ভব না হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করবে আইসিসি।
Rain to start in Southampton means coffee and a chat watching the covers to start the day. #WTC21 pic.twitter.com/dLhbAd5C4l
— BLACKCAPS (@BLACKCAPS) June 18, 2021
ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
Good morning from Southampton. We are just over an hour away from the scheduled start of play but It continues to drizzle here. The match officials are on the field now. #WTC21 pic.twitter.com/Kl77pJIJLo
— BCCI (@BCCI) June 18, 2021
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ
ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্রান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার/আজাজ প্যাটেল, ট্রেন্ট বোল্ট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]