বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত দলে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিশ্রামের থাকা অধিনায়ক কেন উইলিয়ামসনসহ তারকা ক্রিকেটারদের ফেরানো হয়েছে।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, উইকেটরক্ষক বিজে ওয়াটলিং এবং অল-রাউন্ডার মিচেল স্যান্টনার ইংল্যান্ডের বিপক্ষে চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলেননি। তবে ম্যাচ ও সিরিজ জিততে ঘাম ঝড়াতে হয়নি কিউয়িদের। এবার তাদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
শুক্রবার (১৮ জুন) ভারতের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে নিউজিল্যান্ড। ফাইনালের জন্য ঘোষিত দলে ওয়াটলিং এবং উইলিয়ামসন জায়গা পেলেও চোটের সারিয়ে দলে জায়গা করে নিতে পারেননি স্যান্টনার।
স্যান্টনার বদলে দলে জায়গা পেয়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল। তবে দলে জায়গা পাননি অপর ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রচিন রবীন্দ্র।
অন্যদিকে, এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা পারফরমার ম্যাট হেনরি দলে জায়গা করে নিয়েছেন।এজবাস্টন টেস্টে খেলা নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে একমাত্র ডারিল মিচেল দল থেকে বাদ পড়েছেন।
নিউজিল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ড হোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেইলর, নীল ওয়াগনার, বিজে ওয়াটলিং এবং উইল ইয়ং।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]