ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দুর্দান্ত এক জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড। লর্ডসে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হয়েছিল।
বৃহস্পতিবার (১০ জুন) শুরু হওয়া প্রথম ইনিংসে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩০৩ রানের জবাবে ৩৮৮ রান করে নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ৮৫ রানে পিছিয়ে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড।
ব্যাট হাতে নেমেই মহাবিপদে পড়ে স্বাগতিকরা । দিন শেষে ১২২ রান তুলতেই ৯ ব্যাটসম্যান উইকেট পতনের তালিকায় নাম তুলেন।
রোববার (১৩ জুন) চতুর্থ দিনের প্রথম বলেই ইংল্যান্ডের বাকি ও শেষ উইকেটের পতন ঘটে। ফলে ১২২ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। দলের পক্ষে মার্ক উড ২৯, ওলি পপ ২৩, জ্যাক ক্রলি ১৭ ও ওলি স্টোন ১৫ রান করেন।
নিউজিল্যান্ডের চার বোলার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বনাশ করেন। ম্যাট হেনরি-নিল ওয়াগনার ৩টি করে এবং ট্রেন্ট বোল্ট-আজাজ প্যাটেল ২টি করে উইকেট নেন।
প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে ম্যাচ জিতে মাত্র ৩৮ রানের টার্গেট পায় সফররত নিউজিল্যান্ড। ছোট্ট টার্গেট স্পর্শ করতে ২ ব্যাটসম্যান দ্রুতই ফিরেন। ওপেনার ডেভন কনওয়ে ৩ ও উইল ইয়ং ৮ রান করে ফিরেন। তবে আরেক ওপেনার ও ভারপ্রাপ্ত অধিনায়ক লম লাথাম অপরাজিত ২৩ রান করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। তার সাথে অন্যপ্রান্তে খালি হাতে অপরাজিত ছিলেন রস টেইলর। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের হেনরি।
এ ম্যাচে কনুই’র ইনজুরির কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অপর ফাইনালিস্ট ভারতে বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় পাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়ে রাখলো নিউজিল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]