ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কিউই কাপ্তান কেন উইলিয়ামসন। বাম হাতের কনুইয়ের ইনজুরিতে পড়েছেন তিনি। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম।
বেশ কিছুদিন ধরেই কনুইয়ের ইনজুরিতে ভুগছেন কেন উইলিয়ামসন। এর আগে চলতি বছরের মার্চে এ ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। উইলিয়ামসনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।
উইলিয়ামসনের ইনজুরির বিষয়ে দেওয়া এক বিবৃতিতে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘উইলিয়ামসনকে হারানো সহজ কোনো ব্যাপার ছিল না। আমার মনে হয় বিরতি নেওয়ার জন্য এটাই সঠিক সময়। সে ইনজেকশন নিয়েছে কিন্তু তার ব্যথা না কমায় তাকে খেলানো সম্ভব হচ্ছে না। ’
Captain Kane Williamson will miss the second Test of the G.J. Gardner Homes BLACKCAPS Tour of England as he rests his irritated left-elbow. #ENGvNZ https://t.co/dd43cibLa5
— BLACKCAPS (@BLACKCAPS) June 9, 2021
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড। এখানে তাদের প্রতিপক্ষ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। ভারতের বিপক্ষে টেস্টে উইলিয়ামসন খেলবে কিনা সে বিষয়ে কোচ জানান, ‘আমরা আশা করছি, সে যদি ব্যাট করার সময় ব্যথা অনুভব না করে তাহলে খেলবে। আশা করছি সে ফাইনালের আগেই খেলার জন্য উপযুক্ত হয়ে উঠবে।’
বৃহস্পতিবার (১০ জুন) এজবাজস্টনে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। অধিনায়ক উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক টম লাথাম। উইলিয়ামসনের পরিবর্তে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেতে পারেন উইল ইয়ং।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]