অবশেষে মাঠে নামতে পারছেন বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ এএম, ০৯ জুন ২০২১
অবশেষে মাঠে নামতে পারছেন বোল্ট

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তবে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পাচ্ছেন এই পেসার। মূলত, ব্রিটিশ সরকার কোয়ারেন্টাইনে কিছুটা শিথিল করায় তার এই সুযোগ মিলছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলও) খেলে দেশে ফিরে নিজেই ছুটি চেয়েছিলেন বোল্ট যার কারণে প্রথম টেস্টে দেখা যায়নি তাকে। আগামী ১৮ জুন ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় নির্ধারিত সময়ের আগেই ইংল্যান্ডে চলে আসেন বোল্ট।

ইংল্যান্ডে পা রেখেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে যান বোল্ট। মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্যই তিনি এসেছিলেন। কিন্ত ব্রিটিশ সরকার কোয়ারেন্টাইন শিথিল করায় নির্ধারিত সময়ের ৪-৫ দিন আগেই কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেলেন বোল্ট। আর এতেই দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ চলে আসে তার সামনে।

দ্বিতীয় টেস্টে বোল্টকে দলে পেয়ে খুশি নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, 'দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ হয়েছে বোল্টের। ব্রিটিশ সরকার কোয়ারেন্টিনের কিছু শর্তাবলী শিথিল করেছে। আমাদের প্রত্যাশার চেয়ে কিছুদিন আগে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছে সে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

যুবরাজের দৃষ্টিতে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত

যুবরাজের দৃষ্টিতে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত

প্রাইম দোলেশ্বরের কাছে পরাস্ত সাকিবের মোহামেডান

প্রাইম দোলেশ্বরের কাছে পরাস্ত সাকিবের মোহামেডান

ড্র করা ম্যাচে ইংল্যান্ডকে জরিমানা

ড্র করা ম্যাচে ইংল্যান্ডকে জরিমানা

আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত

আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত