টেস্ট চ্যাম্পিয়নশীপ : এক ম্যাচে সন্তুষ্ট নন কপিল দেব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ এএম, ২৭ মে ২০২১
টেস্ট চ্যাম্পিয়নশীপ : এক ম্যাচে সন্তুষ্ট নন কপিল দেব

দরজায় কড়া নাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে শিরোপার জন্য লড়বে ভারত ও নিউজিল্যান্ড। সাউদাম্পটনে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। তার আগে থেকেই উক্ত ফাইনাল নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার সেই দলে যোগ দিলেন কপিল দেব। তিনি মনে করেন, ফাইনাল ম্যাচের শিরোপা নির্ধারণের জন্য এক ম্যাচ যথেষ্ট নয়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জনে সাউদাম্পটনে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপার জয়ের জন্য মাত্র একটি ম্যাচ খেলা হবে। আর তাতেই অখুশি ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি মনে করেন, এত বড় একটা টুর্নামেন্ট এর ফাইনাল এক ম্যাচে নিষ্পত্তি না হয়ে একাধিক ম্যাচ হলে ভাল হতো।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক গণমাধ্যম মিড ডে'কে কপিল দেব বলেন, 'আমার মতে এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নির্ধারিত করতে মাত্র একটি ম্যাচ যথেষ্ট নয়। আমার মনে হয়ে ওই পরিবেশে কিছু ম্যাচ খেললে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হত। কিন্তু এটাকে অজুহাত হিসাবে কোনভাবেই ব্যবহার করা যাবে না।’

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আইসিসির এই উদ্যোগকে স্বাগত জানান কপিল দেব। তিনি মনে করেন, এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে মানুষের আগ্রহ বাড়ছে। তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে হলেই আরও সুন্দর হতো বলে অভিমত তার।

আরও পড়ুন: যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

কপিল দেব বলেন, ' লর্ডসের ইতিহাসের জন্য এমন একটা ফাইনাল আয়োজনে রোজ বোলের চেয়ে লর্ডসই বেশি উপযুক্ত হত। ম্যানচেস্টারও খারাপ বিকল্প হত না। তবে লর্ডসে কোন ট্রফি জেতা মজাই আলাদা।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ব্যাটারদের নতুন পরামর্শ দিল পেরেরা

বাংলাদেশের বিপক্ষে ব্যাটারদের নতুন পরামর্শ দিল পেরেরা

প্রথমবারের মতো সিপিএলে আমির

প্রথমবারের মতো সিপিএলে আমির

আরব আমিরাতে আইপিএল, শঙ্কায় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজ

আরব আমিরাতে আইপিএল, শঙ্কায় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজ

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস