দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ক্যাম্প শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছিলো ক্যারিবিয়ান দল। তবে ক্যাম্পে হানা দিয়েছে করোনা। করোনার কারণে আপতত ক্যাম্প বন্ধ রেখেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
প্রোটিয়াদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলার জন্য প্রাথমিক দলের প্রস্তুতি শুরু করেছিলো ওয়েস্ট ইন্ডিজ দল। বায়োবাবলে ঢোকার আগে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট করানো হচ্ছে। করোনা টেস্টে পজিটিভ হয়েছেন পেসার মারকুইন মেন্ডেল।
করোনা টেস্টে পজিটিভ হলেও মেন্ডেলের শরীরের করোনার কোনো উপসর্গ নেই। করোনা আক্রান্ত হওয়ার পর সম্পূর্ণ আলাদা ভাবে আইসোলেশনে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবাধনে আছেন তিনি।
মারকুইন মেন্ডেলের করোনার পজিটিভ হওয়ার পর থেকে বন্ধ করা হয়েছে ক্যাম্প। সেই সাথে ক্যাম্পে থাকা সকল ক্রিকেটারের পুনরায় করোনা টেস্ট করানো হয়েছে। ফলাফলে নেগেটিভ আসলেও দলগত ভাবে এখনই অনুশীলন করতে পারছেন না তাঁরা।
বায়োবাবল প্রটোকল অনুযায়ী আরও কিছুদিন পর থেকে দলগত অনুশীলন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]