বিশেষ শর্তে ভারতের পক্ষে বাজি প্যানেসারের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ এএম, ২৩ মে ২০২১
বিশেষ শর্তে ভারতের পক্ষে বাজি প্যানেসারের

নিজ দেশের বিপক্ষে খেলা অথচ নিজ দেশকেই পিছিয়ে রাখলেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি প্যানেসার। শুধু পিছিয়েই নয়, বিশেষ এক শর্তে প্যানেসার মনে করেন ঘরের মাঠে ৫-০তে সিরিজ হারবে ইংল্যান্ড। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ভারত। চলতি বছরের আগস্টে মাঠে গড়াবে সেই সিরিজ। 

মন্টি প্যানেসার মনে করেন, ভারতীয় স্পিনাররা যদি পিচের সুবিধা নিতে পারে এবং পিচে যদি বল টার্ণ করে তাহলে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে ৫-০তে সিরিজ হারবে ইংল্যান্ড।

মন্টি প্যানেসার তার টুইটে লিখেন, 'আগস্টে ৫ ম্যাচের টেস্ট সিরিজ, আবহাওয়া শুষ্ক থাকবে আশা করছি। আর তা হলে ভারতের স্পিনাররা দাপট করবে এবং ৫-০তে সিরিজ জেতার সুযোগ থাকবে তাদের সামনে।' 

তবে মন্টি প্যানেসারের এমন ভবিষ্যৎবাণীর সাথে একমত হতে পারেননি অনেকেই। এক ক্রিকেট ভক্ত তার টুইটের উত্তরে লিখেন, 'সীমিং উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-০তে ভারত জিতবে, এটা হাস্যকর।' 

প্যানেসারের নজর এড়ায়নি এই উত্তর। প্রতিউত্তর দিতেও ভুল করেননি প্যানেসার। তিনি লিখেন, 'তোমার কি মনে হয় আগস্টে উইকেটে সীমাররা সাহায্য পাবে? বছরের এই সময়টাতে স্পিন সহায়ক উইকেট হয়। যদি উইকেটে টার্ণ থাকে তবে ভারতই ৫-০তে জিতবে।' 

অন্য আরেক টুইটে প্যানেসার লিখেন, 'জো রুট রান করলে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারে। তবে জো রুট কি দলের সব রান করে দিবে? '

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খালেদ মাহমুদ সুজন করোনা আক্রান্ত

খালেদ মাহমুদ সুজন করোনা আক্রান্ত

বেতন কমানোয় প্রতিবাদ, অনিশ্চিত শ্রীলঙ্কা-ভারত সিরিজ

বেতন কমানোয় প্রতিবাদ, অনিশ্চিত শ্রীলঙ্কা-ভারত সিরিজ

অভিজ্ঞতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এগিয়ে: চাহাল

অভিজ্ঞতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এগিয়ে: চাহাল

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাতেই থাকছে গ্লাভস

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাতেই থাকছে গ্লাভস