টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় নারী ক্রিকেট দল। নারী ক্রিকেট বিশ্বের ৩য় দল হিসেবে দিবা-রাত্রির টেস্ট খেলতে মাঠে নামছেন তারা। গোলাপী বলের এ টেস্টে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পাচ্ছে ভারতের নারীরা।
চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় নারী ক্রিকেটাররা। সেই টেস্ট ম্যাচেই প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে ভারতীয়রা। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নারী দল প্রথমবারের মতো গোলাপী বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছিল।
দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচ নিয়ে দারুণ উচ্ছ্বসিত অজি নারী ক্রিকেটার ম্যাগ লেনিং। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানান তিনি।
ম্যাগ লেনিং বলেন, 'খেলোয়াড় হিসেবে আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যে, আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই। ভারতের সাথে খেলতে পারা দারুণ ব্যাপার।'
অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতের নারীরা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেই সিরিজ ভারতের নারী ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত করবে বলে মনে করেন লেনিং।
তিনি বলেন, 'দ্রুতই ভারতীয়রা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে। এটা প্রমাণ করে যে, তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]