ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। ১৮ জুন ফাইনাল শুরুর আগে কিউইরা ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। অনেকের মতে কেন উইলিয়ামসনদের কাছে এই সিরিজ শুধুমাত্র গা গরম করার জন্য। তবে তা মানতে নারাজ কিউই পেসার নিল ওয়াগনার।
২ জুন থেকে শুরু ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ। ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে পেসার নিল ওয়াগনার জানালেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি হিসেবে ইংলিশদের বিপক্ষে খেলবে না তারা। ওয়াগনর বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এই টেস্ট সিরিজকে প্রস্তুতি হিসেবে দেখার প্রশ্নই নেই। এ সিরিজ আমরা জিততে চাই। এ সময় নিউজিল্যান্ড যে ভাবে গর্বের সঙ্গে টেস্ট খেলছে, সেটাই খেলতে চাই।‘ সোমবার নিউজিল্যান্ড স্কোয়াডের প্রায় সবাই ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন।
গত বছর থেকেই টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট রাঙ্কিংয়ের দুই নম্বর দলও তারা। একই সঙ্গে অধিনায়ক কেন উইলিয়ামসনও রয়েছেন দারুণ ছন্দে। আর বোলারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ওয়াগনার মনে করছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি তাদের কাছে অন্য সিরিজগুলোর মত। ইংল্যান্ডে ডিউক বলে টেস্ট খেলা হয়। সেই বলেই প্রস্তুতি নিয়েছেন টেস্টে আইসিসি-র র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে তৃতীয় স্থানে থাকা ওয়াগনার। তিনি বলেন, “কোকাবুরা বলের থেকে অনেকটাই আলাদা ডিউক। ইংল্যান্ড যাওয়ার আগে যে ধরনের প্রস্তুতির সুযোগ পেয়েছি তা অভাবনীয়। আগে ইংল্যান্ডে গিয়ে হয়তো ডিউক বলে একটা অনুশীলন ম্যাচ খেলেই নেমে পড়তে হতো টেস্ট খেলতে।” টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হওয়ার আগে নিজেকে তৈরিই মনে করছেন কিউই এ পেসার।
স্পোর্টসমেইল২৪/আরকে/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]