টেস্ট ক্রিকেট আমার রক্তে মিশে রয়েছে : সাউদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৭ মে ২০২১
টেস্ট ক্রিকেট আমার রক্তে মিশে রয়েছে : সাউদি

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিনশপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিনশপের ফাইনাল এবং সিরিজে দলে রয়েছেন কিউই পেসার টিম সাউদি। যিনি কি-না মনে করেন টেস্ট ক্রিকেট তার রক্তের সাথে মিশে রয়েছে।

ইংল্যান্ডে কোয়ারেন্টাইন শেষ করে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিনশপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। ইংল্যান্ডে যাওয়ার আগে দেশের গণমাধ্যমের সাথে কথা বলেছেন টিম সাউদি।

তিনি বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। আমার কাছে এটি সবচেয়ে মূল্যবান ফরম্যাট। আমি তিন ফরম্যাটেই খেলতে পছন্দ করি, এমন না যে আমি শুধু মাত্র টেস্ট ক্রিকেট খেলতেই পছন্দ করি। আসলে টেস্ট ক্রিকেট আমার রক্তের সাথে মিশে গেছে।’

সাউদি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর তুলনায় নিউজিল্যান্ডের বর্তমান ক্রিকেট দল বেশ পরিপক্ক। আমরা আমাদের শেষ ১১ টেস্ট সিরিজের ৯টি জয় লাভ করেছি। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন টানা ১৪ টেস্ট সিরিজ পরে প্রথম জয় লাভ করি। রস টেইলর এবং আমি প্রায়শই এটি নিয়ে কথা বলতাম। কারণ এ জয়গুলো পেতে
অনেক বেশি সময় লেগেছে।’

৩২ বছর বয়সী এই পেসার বিশ্বাস করেন, যতদিন ফিটনেস বজায় রাখতে পারবেন ততদিন খেলা চালিয়ে যাবেন। তার কাছে বয়স কেবল একটি সংখ্যা এবং আধুনিককালের খেলোয়াড়রা যতদিন তাদের ফিটনেসের যত্ন নিবেন নিঃসন্দেহে তাদের ক্যারিয়ার দীর্ঘ হবে।

নিউজিল্যান্ডের অভিজ্ঞ এ পেসার টেস্ট ক্যারিয়ার ঝুলিতে ভরেছেন ৩০২টি উইকেট। তৃতীয় কিউই বোলার হিসেবে এ অর্জন তার। এর আগে শুধু রিচার্ড হ্যাডলি ও ডেনিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের হয়ে ৩০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে যদিও এ মাইলফলক ক্রমশ পরিচিত এক বিষয় হয়ে উঠছে। ১৯৬৪ সালে ফ্রেড ট্রুমানের সুবাদে প্রথম ৩০০ উইকেটের দেখা পেয়েছিল ক্রিকেট বিশ্ব।

স্পোর্টসমেইল২৪/আরকে/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বল টেম্পারিং : সবাই জানতেন, শুধু ধরা পড়েছিলেন ব্যানক্রাফট

বল টেম্পারিং : সবাই জানতেন, শুধু ধরা পড়েছিলেন ব্যানক্রাফট

আইপিএলকেই সেরা মানছেন ওয়াহাব রিয়াজ

আইপিএলকেই সেরা মানছেন ওয়াহাব রিয়াজ

ভারতের ফাঁদে পড়ে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া

ভারতের ফাঁদে পড়ে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ