বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২ জুনদেশ ছাড়বে ভারত। এর আগে মুম্বাইতে ৮ দিনের কোয়ারেন্টাইন পালন করবে ভারতের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এরপরই ইংল্যান্ডের উদ্দেশে বিমান ধরবে। তবে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কেউ করোনা পজিটিভ ধরা পড়লে তাকে সফরে নেওয়া হবে না।
ইংল্যান্ড সফরের আগে কোহলিদের জন্য মুম্বাইয়ে ৮ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টাইনে থাকাকালীন কেউ করোনায় আক্রান্ত হলে তাকে রেখেই ভারতীয় দল ইংল্যান্ড যাবে। করোনা আক্রান্তদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করবে না বিসিসিআই।
আইপিএল শেষ হয়ে যাওয়ায় সব ক্রিকেটাররা তাদের নিজ নিজ শহরে ফিরেছেন। ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য সবাইকে মুম্বাইতে ফিরতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া ইংল্যান্ডের দীর্ঘ চার মাসের সফরে ক্রিকেটাররা সাথে পরিবারকে নিয়ে যেতে পারবেন।
ইংল্যান্ডের মাটিতে ভারতের সফর শুরু হবে ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাধ্যমে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাচটি টেস্ট খেলবে তারা।
আইপিএলের বায়ো বাবলে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের কোয়ারেন্টাইন শেষেও ইংল্যান্ড পৌঁছেও আরেক দফায় আরও ৮ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে কোহলিদের। তবে করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে নিজেদের মধ্যে অনুশীল করতে পারবেন তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]