ছাড় পাচ্ছে না কোহলিরা, দু’দেশেই থাকতে হবে কোয়ারেন্টাইনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১০ মে ২০২১
ছাড় পাচ্ছে না কোহলিরা, দু’দেশেই থাকতে হবে কোয়ারেন্টাইনে

ফাইল ফটো

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দেশ-বিদেশ মিলিয়ে ১৮ দিনের কোয়ারেন্টাইনে থাকবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যে ভারতে ৮ দিন ও ইংল্যান্ডে পা রাখার পর টানা ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবে ভারতীয়রা। তবে ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে থাকার সময় অনুশীলন করতে পারবেন তারা।

সাউদাম্পটনে ১৮ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে কোহলি বাহিনী। ওই ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

৪ আগস্ট থেকে টেস্ট সিরিজ শুরু হবে। যা শেষ হবে ১৪ সেপ্টেম্বর। প্রায় সাড়ে তিন মাস ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারকে থাকার অনুমতি দিয়েছে বিসিসিআই।

এ বিষয়ে বিসিসিআই’র এক কর্মকর্তা বলেন, ভারতে ৮ দিনের কোয়ারেন্টাইনে অনুশীলন করার সুযোগ না পেলেও ইংল্যান্ডে ১০ দিনের কোয়ারেন্টাইনে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা। ২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হলেও ইংল্যান্ডেই থাকবেন কোহলি-রাহানেরা। তাই দীর্ঘ সফরের কথা চিন্তা করে ক্রিকেটারদের সাথে পরিবার থাকছে।

ওই কর্মকর্তা বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের মধ্যে এক মাসের বেশি সময় বিরতি থাকায়, ক্রিকেটারদের সাথে পরিবারের সদস্যদের থাকার অনুমতি দেওয়া হয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে উইজডনের সেরা একাদশ ঘোষণা

টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে উইজডনের সেরা একাদশ ঘোষণা

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি